আরো খবর.......
তালায় নিম্নমানের লাল স্বর্ণা ধান বীজে কৃষকরা ক্ষতিগ্রস্থ
সাতক্ষীরার তালায় লাল স্বর্ণার নিম্নমানের ধান বীজে ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে পত্রিকান্তে সংবাদ প্রকাশে জেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ নূরুল ইসলাম বুধবার দুপুর ১২টার দিকে তিনি তালা উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে খবরের সত্যতার পান। এরপর সংশ্লিষ্ট ডিলারদের ডেকে কৃষকদের বিঘা প্রতি ২ হাজার টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দেন। এরপর বিকেলে সাংবাদিকেদের সাথে মত বিনিময়কালে খবরের সত্যতার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কৃষি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো যত্নবান হওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, তালা উপজেলার আগোলঝাড়া, শাহপুরসহ বিস্তীর্ণ এলাকায় কৃষকরা আমন আবাদ করতে স্থানীয় বাজার থেকে লাল স্বর্ণা ধান বীজ কিনে বীজ তলা করেন। এরপর রোপন উপযোগী হলে বীজতলার চারায় আবাদের মাত্র ১৫/১৭ দিনের মধ্যে গাছে শীষ (ফুলে যাওয়ায়) গজানোয় উৎপাদন নিয়ে রীতিমত সংকটে পড়েছেন তারা। তাদের আশংকা অল্প দিনে ফুলে যাওয়ায় কোনভাবেই কাংখিত উৎপাদন সম্ভব না।
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রথমত এমন ধরণের নি¤œমাণের বীজ বিক্রয়ের কোন খবর নেই বলে জানালেও পরে ক্ষত্রিগ্রস্থ কৃষকরা তাকে বিষয়টি লিখিতভাবে জানালে কৃষকদের প্রতি খারাপ আচারণ করেন তিনি।
উপজেলার ভায়ড়া এলাকার সংশ্লিষ্ট বীজ বিক্রেতা হায়দার আলী মহলদারের নিকট জানতে চাইলে তিনি বলেন,এটা গ্রাম ভিত্তিক বীজ তার জানামতে বীজটি ভাল বলে মনে হওয়ায় তিনি নিজেও লাল স্বর্ণা আবাদ করেছেন। নিজেও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গ্রাম ভিত্তিক বীজ হলে লাল স্বর্ণা নাম দিল কে?এমন প্রশ্নে সাংবাদিকদের কোন সদুত্তদর দিতে পারেননি তিনি।
তালা উপজেলার ক্ষতিগ্রস্থ শাহপুর এলাকার আজিজ গোলদার,মুজিবর রহমান,মোহাম্মদ শেখ,আঃ মান্নান জানান,তারাপ্রায় ১৫ বিঘা জমিতে লাল স্বর্ণা বীজ কিনে ধানের বীজতলা তৈরী করেছিলেন। তাদের সকলেরই অবস্থা একই। সবার ক্ষেতে ১৫/১৭ দিনের মধ্যে ফুঁলে গেছে। এমন অবস্থায় তাদের আশংকা,মৌসুমী ফসল ধানের আবাদে তারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। কৃষকরা সাংবাদিকদের নিকট অভিযোগ করলে কৃষকদের পক্ষে পত্রিকান্তে সংবাদ প্রকাশিত হওয়ায় তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
সর্বশেষ বিভিন্ন পত্রিকায় এনিয়ে সংবাদ প্রকাশিত হলে সাতক্ষীরা জেলা কৃষিকর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম বুধবার বেলা ১২ টার দিকে তালা উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। এসময় ডিলারদের নি¤œমানের বীজ বিক্রয়ের বিষয়টির সত্যতা মেলে। কৃষিবিদ নূরুল ইসলাম সাংবাদিকদের প্রতি সন্তোষ প্রকাশ করে ডিলারদের কৃষক প্রতি ২ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে চলে যান।
বিএনপির নেতার পিতার মৃত্যুতে শোক
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির যুব বিষয় সম্পাদক ও সাবেক উপজেলা মৎস্য দলের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান পিতা শিক্ষক গাজী আকিমুদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—— রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার দুপুরে তার জেয়ালা-নলতা গ্রামে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান।
মরহুমের জানাজা নামাজে বাদ আছর তার গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শিক্ষক গাজী আকিমুদ্দিন মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মীজা আতিয়ার রহমান,ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,তালা সদর ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদ শিক্ষক আজিজুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন