রবিবার, নভেম্বর ১০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় গৃহবধূ ধর্ষণের মূল নায়ক ধর্ষক মনিরুল গ্রেফতার

সাতক্ষীরার তালায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মূল নায়ক ধর্ষক মনিরুল সরদারকে পুলিশ আটক করে বুধবার সকালে জেলহাজতে প্রেরণ করেছে।

এর আগে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাকে উপজেলার মাগুরা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।

মনিরুল ঐ এলাকার আফছার আলী সরদারের ছেলে।

মনিরুল ২৬ জানুয়ারী রবিবার গভীর রাতে তালা উপজেলার বালিয়াদহ গ্রামের ছুরমান সরদারের ছেলে আলামিন সরদারের অনুপস্থিতে তার ঘরের শিকল ভেঙ্গে ঘরে ঢুকে দুই সন্তানের জননী তার ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করে। এসময় তার ধস্তাধস্তিতে গৃহবধূর ঘুম ভেঙ্গে গেলে চিৎকার দিকে থাকে। এসময় মনিরুল তার কাছে থাকা ধারালো ছুরি দেখিয়ে পাশে ঘুমন্ত তার সন্তানদের হত্যা করবে বলে হুমকি দিয়ে গলায় ছুরি ঠেকিয়ে উপর্যুপরী ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় ধর্ষিতার ডাক চিৎকার ও শিশু কণ্যার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বরগুনায় ইট ভাটায় কর্মরত ধর্ষিতার স্বামী আলামিন সরাসরি হাসপাতালে এসে পরের দিন ২৭ জানুয়ারী তালা থানায় মনিরুলকে আসামী করে একটি ধর্ষণ মামলা করে। যার নং ১২। ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ এর ৯(১)।

আলামিনের দায়ের করা মামলায় আরো উল্লেখ করা হয় যে,এর আগেও মনিরুল তার স্ত্রীকে বিভিন্ন সময় কূ-প্রস্তাব দিত। ঐসময় বিষয়টি স্থানীয়দেও জানালে সে তার ও তার স্ত্রী-স্বজনদের প্রতি আরো বেশি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শণ করে। সর্বশেষ তার অনুপস্থিতির সুযোগে কৌশলে ঘরের শিটকানি খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
প্রসঙ্গত,এলাকাবাসী জানায়,আটক ধর্ষক মনিরুলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগ রয়েছে। তবে একটি প্রভাবশালী গ্রুপের সরাসরি ইন্ধনে এখন পর্যন্ত প্রশাসন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারেনি। সর্বশেষ ধর্ষণের ঘটনায় মামলা হলেও বাড়ি এলাকায় প্রকাশ্যে আস্ফালন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে,ওসব মামলায় তাকে কিছু করা যাবেনা। তার লোক রয়েছে। মামলা তুলে না নিলে তাদের হত্যারও হুমকি দিচ্ছিল।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ধর্ষক মনিরুলের আটকের বিষয়টি স্বীকার করে জানান,ঘটনায় গত ২৭ জানুয়ারী থানায় ধর্ষিতার স্বামী আলানি বাদী হয়ে একটি মামলা করেছিল। ২৪ ঘন্টার ব্যবধানে আসামী আটক করে জেল-হাজতে প্রেরণ করেছি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা