শনিবার, জুলাই ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় গভীর রাতে বোমা বিস্ফোরণ

সাতক্ষীরার তালায় গভীর রাতে বোম বিস্ফোরনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঢ্যাংসাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পিছনে। তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, তালা উপজেলার ঢ্যাংসাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পিছনে কে বা কাহারা গভীর রাতে বোমা বিস্ফোরন ঘটায়। বিস্ফোরনের বিকট শব্দে এলাকাবাসী আতংকগ্রস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তালা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে সকালে উপস্থিত হয়ে বোমা বিস্ফোরনের আলামত হিসাবে ১৬টি জালের গেটে, বারুজ ও পলিথিন উদ্ধার করে।
তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

সমন্বয় সভা

তালায় উপজেলা পর্যায় গ্রাম আদালতের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সদর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালতের সার্বিক বিষয় এর উপর এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাল উপজেলা সমন্বয়কারী মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসময় গ্রাম আদালত সহকারী রুহুল আমীন, সম্পা রানী দাশ, মোঃ ওয়ালিদ হোসেন, অঞ্জলী রানী, আহসান হাবিব, শিউলি মল্লিক, জাহানারা খাতুন, ডলি আক্তার, কাকলীবালা সরকার, শংকর কুমার দাশ, আনোয়ারা খাতুন সাথী, শাহানারা খাতুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা, মামলা গ্রহন ও নিস্পত্তি, নথি পর্যালোচনা, প্রকলে।পর মধ্যবর্তী মুল্যায়ন, বিভিন্ন কার্যক্রম উঠান বৈঠক, ভিডিও প্রদর্শনী, কমিউনিটি শেয়ারিং, পিক্টোরিয়াল বই বিতরণ ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।

ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক পদে সদ্য নির্বাচিত শেখ আল আমিন হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তালা উপজেলা ছাত্রদল এর পক্ষ থেকে আল আমিনকে মঙ্গলবার সকালে তালা বাজারের অস্থায়ী কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এমসয় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাঈদ, হাফিজুর রহমান, জিএম.ফারুক হোসেন, মোল্লা আবুল হাসান, ইয়াছিন, সৈকত, প্রভাস, সোহেল, সিদ্দিক, লিটন, সজীব, জাহিরুল, নাজমুল প্রমুখ ।

হুইল চেয়ার বিতরণ

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদে ৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে তালা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি (৩) এর দক্ষতা ভিত্তিক পুরস্কার বাজেটের অর্থে প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত হুইল চেয়ার বিতরণ করেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।

মতবিনিময় সভা
তালা উপজেলার কানাইদিয়া রথখোলায় স্বাধীনতা স্ব-পক্ষীয় জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় রথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ১-৪নং ওয়ার্ড আ’লীগ ও কানাইদিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি শেখ চান আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, বাবু শ্রীপদ হালদার, শেখ মুনছুর আহম্মেদ, বাবু কালিদাশ, মোঃ আঃ রশিদ ফকির প্রমুখ। এসময় শেখ মিনারুল ইসলাম মিনু, শেখ সহিল উদ্দীন, শেখ ইলিয়াস হোসেন বাবলু, শ্যামল দেসহ ওয়ার্ডের সকল আ’লীগ কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা