মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রতিপক্ষের হামলায় সহদর আহত

তালায় অপহরণের পর শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার তালার বালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ভাবীকে অপহরণের পর শ্লীলতাহানি করেছে তারই দেবর আঃ রশিদ কাগজী (৪০)। এলাকাবাসী স্থানীয় বালিয়াদহ বাজার থেকে ভাবীকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে ১৯ মে ভোর রাতে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়,ঘটনার দিন ভোর রাতে (সেহেরীর সময়) ঐ গৃহবধূ বালিয়াদহ গ্রামের মৃত অফছার কাগজীর ছেলে মজিদের স্ত্রী পাশের বাড়িতে পানি আনতে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তারই স্বামীর বৈমাত্রেয় ভাই রশিদ অন্যান্যদের সহযোগীতায় অস্ত্রের মুখে জিম্মি করে মোটর সাইকেল যোগে প্রথমে পাটকেলঘাটাস্থ জনৈক বাবলুর বাড়ি ও পরে তার পরামর্শে সাতক্ষীরার আমতলার হাজীপুর এলাকার একটি অজ্ঞাত বাড়িতে নিয়ে জোরপূর্বক উপর্যুপরী শ্লীলতাহানি করে।

এসময় সে তার শরীরের স্পর্ষকাতর বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে দেয়। এক পর্যায়ে রশিদ তাকে সেখান থেকে অন্য একটি মোটর সাইকেল যোগে ফের বাবলুর বাড়িতে আনলে তারই পরামর্শে পুনরায় বালিয়াদহ বাজার এলাকায় পৌছে দেওয়ার আগে বিষয়টি কাউকে না বলতে তাকে ও তার স্বামী-সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়।

এরপর সাইকেলটি ঐবাজারে পৌছালে গৃহবধূকে অসুস্থ্য অবস্থায় দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে তালা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে হাজির হলে ঘটনার শিকার গৃহবধূ তাদেরকে বিস্তারিত খুলে বলে।

পারিবারিক সূত্র জানায়,ঐ গৃহবধূকে তার স্বামীর বৈমাত্রেয় ভাই রশিদ দীর্ঘ দিন যাবৎ কূ-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেয়ায় রশিদ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটাতে পারে। এর আগে জমি-জমা সংক্রান্তে ঐগৃবধূ দেবর রশিদ গংদের বিরুদ্ধে স্থানীয় খলিশখালী ইউপিতে একটি মামলা করেছিল। যা বিচারাধীন রয়েছে।

এব্যাপারে খবর পেয়ে তালা হাসপাতালে গেলে সেখানে চিকিৎসাধীন মূমুর্ষ গৃহবধূ ঘটনার কথা স্বীকার করে রশিদ ও তার সহযোগীদের সুষ্ঠু বিচার দাবি করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

প্রতিপক্ষের হামলায় সহদর আহত

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত ধরে প্রতিপক্ষের হামলায় সহদর দু’ভাই গুরুত্বর আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে (১৯মে) শনিবার সকালে তালা উপজেলার আটরই গ্রামে। আহতরা হলেন,মৃত শেখ আনোয়র আলীর ছেলে শেখ সিরাজুল ইসলাম (৫০) ও শেখ হাফিজুল ইসলাম (৪৮)। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা উপজেলার আটারই গ্রামের শেখ বাবুর আলীর ছেলে আছাবুর রহমান জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আটারই মৌজার সাবেক খতিয়ান ৯৭৩,দাগ নং ২৫৩৭ ও ২৫৩৮ দু’ দাগে মোট ৩১ শতাংশ জমি জে,এন,এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সাথে এওয়াজ হয়।

পরে এওয়াজ মূলে স্কুল কর্তৃপক্ষ ১৯৯১ সালে সাবেক খতিয়ান ২২৫,হাল খতিয়ান ১২৬, সাবেক দাগ নং ২৫২২ হাল দাগে ৪২৯৫ মোট জমি ৯ শতাংশ বুঝে দেয়। সেই সূত্রে মৃত ছলিম শেখের ছেলে শেখ বাবুর আলী গং উক্ত ৯ শতাংশ জমিতে বসত বাড়ী নির্মান করে ভোগ দখল করে আসছে।

এমত অবস্থায় গত শনিবার সকালে বিচালী গাদা দেওয়ার সময় আকস্মিক মৃত অমির আলী মোড়লের ছেলে মোঃ আকবর আলী মোড়ল বাধা প্রদান করেন। এক পর্যায়ে আকবর আলী মোড়লের ভাইপোর জাহিরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জ্বিত হয়ে একদল দূর্বৃত্তদের অর্তিকিত হামলায় শেখ আনোয়র আলীর ছেলে শেখ সিরাজুল ইসলাম (৫০) ও শেখ হাফিজুল ইসলাম (৪৮)কে গুরুতর আহত করে।

এমন সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনিত ঘটলে তালা হাসপাতালের কর্তব্যরত ডাঃ তাদের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা