ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের মানবন্ধন
গণতন্ত্র, গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি কালো ধারা বাতিল ও আইনটি সংশোধনের দাবিতে মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। ১৭ অক্টোবর (বুধবার) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে সংস্থাটির সামনে এ মানবন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও চ্যানেল আইয়ের প্রতিনিধি এমএ সালাম এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটির পরিচালনায়।
সেখানে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করসপন্ডেন্ট এসএম উমেদ আলী, টেলিভিশন র্জানালিস্ট এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সময় টিভির প্রতিনিধি শাহ ওয়ালিদুর রহমান, ইত্তেফাকের প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সমকালের প্রতিনিধি নুরুল ইসলাম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মো.সাইফুল ইসলাম, মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, যুগান্তরের প্রতিনিধি হোসাইন আহমদ, খবরপত্রের প্রতিনিধি শ ই সরকার জবলু, এশিয়ান টিভির মাহবুর রহমান রাহেল, প্রতিদিনের সংবাদের ওমর ফারুক নাইম ও বাংলা নিউজের মাহমুদ এইচ খান।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, যমুনা টিভির প্রতিনিধি আফরোজ আহমদ, নয়া দিগন্তের আব্দুল আজিজ, মনুবার্তার সম্পাদক মো. জসিম উদ্দিন, ভোরের পাতার এএস কাকন, বাংলা ৭১-এর মো. আব্দুল কাইয়ুম, আলোকিত সিলেটের এমদাদুল হক, বিজয় টিভির জাফর খান, জুলফিকার আলী ভুট্টো, মঞ্জু বিজয় চৌধুরী, আলী হোসেন রাজন প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক ও নাগরিকদের বাক স্বাধীনতায় নিরাপত্তাহীনতা তৈরি করবে। এটি মুক্ত গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ ছাড়া অন্য কিছু নয়। এই আইনের কয়েকটি কালো ধারা বাতিল ও সংশোধনের দাবিতে দেশের খ্যাতনামা সাংবাদিক ও সম্পাদকরা ‘সম্পাদক পরিষদের’ ব্যানারে রাজপথে নেমেছেন। স্বাধীন রাষ্ট্রে এমন অবস্থা দেশ, জাতি ও গণমাধ্যম কর্মীদের ব্যথিত করে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কাছে এমনটি কখনও আশা করা যায় না।
গণতন্ত্র রক্ষায় ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যম কর্মীরা নিবেদিত হয়ে সবসময় কাজ করলেও এধরণের আইন তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তিরষ্কার করারই নামান্তর। সরকার একদিকে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার কথা বলছে, অন্যদিকে এমন কালো আইন তৈরি করে মানুষের স্বাধীনতা হরণ করেছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। মানবন্ধন ও পথসভা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা অবিলম্বে বাতিল ও সংশোধনের দাবি তুলে উপস্থিত সাংবাদিকরা সম্পাদক পরিষদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন