বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝিকরগাছার হিরা ব্রিক্সের বিরুদ্ধে অবৈধ ভাবে ইটভাটা চালানোর অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ কুন্দিপুর গ্রামে ফসলী জমিতে অবৈধ ভাবে হীরা ব্রিকস নামের ইট ভাটা নির্মানের সংবাদ প্রকাশ হওয়ায় ভাটা কর্তৃপক্ষ ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছে।
মালিক পক্ষ বিভিন্ন ভাবে প্রশাসনকে ম্যানেজ করার জন্য উঠে পড়ে লেগেছে।

এদিকে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের কাছে কোন সাংবাদিক এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঐ সাংবাদিককে ম্যানেজ করার জন্য তার ফোন নম্বরটি একটি প্রথম শ্রেনীর জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনের বার্তা সম্পাদকের কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

অবৈধ ভাবে হীরা ব্রিকস নামের ইট ভাটার সংবাদ প্রচার বন্ধের চেস্টা করেন। ইতোমধ্যে সংবাদ প্রচার করায় কয়েকজন সাংবাদিককে হুমকিও দিয়েছেন। যার বাড়ী যশোর জেলার উপজেলা পর্যায়ের পল্লী এলাকায়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ইট ভাটাটি বন্ধ না করলে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা দেখা দিতে পারে বলে মনে করেন সচেতন মহলটি।

জানা যায়, উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে ভাটা বন্ধের নির্দেশ দেয়। মালিক পক্ষ আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে ইট কাটা শুরু করে দেন। ক্ষমতার জোর দেখিয়ে আগামী সপ্তাহে ক্লীনে আগুন দেওয়ার মহড়া নিচ্ছে।যা পরিবেশ ও সমাজের উপর বিরুপ প্রভাব পড়বে। প্রকাশ থাকে যে, নির্মাণাধীন ইট ভাটার মাত্র ৫শ মিটারের মধ্যেই রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। উক্ত জমির দক্ষিন পশ্চিম পাশে বিভিন্ন ব্যক্তি মালিকগণ ধান/পাট চাষ ও ফলের বাগান হিসাবে ব্যবহার করছেন। সীমানার পাশ থেকে আবাসিক এলাকা শুরু । চিমনীর সীমানা বরাবর উত্তর দক্ষিন রাস্তাটি ১ নং খতিয়ানে রেকর্ডভূক্ত আছে। ভাটার উত্তর পশ্চিম দিকে রেল পথ অবস্থিত।

মেসার্স হীরা ব্রিকস’র স্বত্তাধিকারী রফিকুল ইসলাম ও আ: গফুর টিটো বিভিন্ন ব্যক্তি মালিক গণের নিকট হইতে ষ্ট্যাম্পের মাধ্যমে লিজ গ্রহণ পূর্বক ভাটা নির্মাণ কাজ শেষ করে ইট তৈরীর কাজ শুরু করে দেন। যা কিনা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৮(৩)(ঙ) ধারা মোতাবেক নিষিদ্ধ।

যশোর পরিবেশ অধিদপ্তরের অফিস ডায়েরীর সুত্র মোতাবেক গত ১১/১০/২০১৭ এর ২২.০২.৪০৪১.২৯৯.২৭.০০১.১৭.৪০৫ নং স্মারকে সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান বলেন, গত ১০/১০/২০১৭ ইং তারিখে স্থানীয়দের ইট ভাটা বন্ধের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে ভাটাটি বন্ধের জন্য হীরা ব্রিকসের মালিক রফিকুল ইসলামকে নির্দেশ দেই। এর পরও মালিকপক্ষ ভাটার কাজ বন্ধ না করে, তাহলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইট ভাটা তৈরীর কোন সুযোগ নেই। আমি ইট ভাটা নির্মাণ না করার বিপক্ষে রিপোর্ট দিয়েছি। এর পরেও যদি ভাটার কার্যক্রম চলে তাহলে ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি বর্তমানে জেলা ম্যাজিষ্ট্রেটের দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। তবে আজ হোক আর কাল হোক ভাটা বন্ধ হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা