চরম অবহেলায় আশাশুনির বসুখালীর ইটের সলিং রাস্তা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি থেকে বসুখালী বাজার ও বসুখালী বাজার থেকে ঝেয়ামারি পর্যন্ত তিন কিলোমিটারের ইটের সলিং রাস্তার চরম দূর অবস্থা।
এ রাস্তাটি পল্লীতে হলেও তা দিয়ে চলচল করতে হয় বেশ কয়েকটা গ্রামের মানুষ।
বিশেষ করে বৈরাগীরচক, চিংড়ীখালি, ঝেয়ামারি, লতাখালি, সংকরমনি, ও বসুখালীর গ্রামের মানুষের উপজেরলা শহর সহ জেলা শহরে যাতয়াত করার জন্য একমাত্র এ রাস্তাটি। তাছাড়া এসব এলাকার নিকটবর্তী বাজার হল বসুখালী বাজার। যে বাজারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ, তরকারিসহ অনন্য মালামাল বেচা-কেনা হয়।যা বাইরে থেকে নিয়ে যাওয়া বা নিয়ে আসার জন্য একমাত্র এ রাস্তাটি। যার কারনে এসব এলাকার মানুষের জন্য এ রাস্তটি অতি প্রয়োজনীয়।
তাছাড়া বসুখালী বাজারে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা থাকায় সন্ন্যাসিরচক, ঝেয়ামারি, কামালকাটি, বৈরাগরিচক, চিংড়িখালী লতাখালী, সংকরমনি, বালিয়াপুরসহ আশপাশের কয়েকটা এলাকা থেকে কয়েক শত ছাত্র-ছাত্রীর প্রতি নিয়ত এ রাস্তা দিয়ে যাতয়াত করতে হয়। কিন্তু রাস্তাটির একি অবস্থা তিন কিলোীমটারের ইটের ছোলিং এর দশ হাত রাস্তাও ভাল নেই।
রাস্তা সংস্কারের অভাবে রাস্তাটির কোথাও কোথাও এক থেকে ডেড় ফিট খাঁদেও পরিনত হয়েছে। তাছাড়া অধিক অংশ জায়গায় ২-৩ ফিট করে রাস্তা নদি ও ঘেরের সাথে মিশে গেছে।
এলাকাবাসি জানায়- রাস্তার ইট উঠে খাদে পরিণত হওয়ায় ও ২-৩ ফিট করে রাস্তা নদি ও ঘেরে মিষে যওয়ায় আমাদের যাতয়াত করতে অনেক অসুবিধা হয়। অনেকের অনেকবার নছিমন, করিমন, ইঞ্জিনভ্যানে করে মালামাল নিয়ে আসার সময় মালমাল সহ উল্টে পানিতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
তাছাড়া স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতয়াতের সময় সলিং এর উপর মাটি থাকায় পা পিছলে ও বিভিন্নভাবে আহত হয়ে পড়ে।
বিশেষ করে বর্ষার সময় রাস্তাটির দূরঅবস্থা বেশি থাকে।
বর্ষার সময় যখন চারিদিকে পানি বেড়েযায় তখন রাস্তার উপর এক থেকে ডেড় ফিট পানি উঠে যায়।
এলকাবাসি জানায়- স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে অনেকবার মেরামতের আশ্বাস দিলেও এ রাস্তাটির সংস্কারের জন্য কেওই কখন উদ্যোগ নেয়নি।
অনেক জনপ্রতিনিধি অনেকবার মেরামতের সময় দিলেও কাজ করা তো দূরের কথা কাজ করার ইচ্ছেও দেখা যায়নি। তাই বসুখালী ও তার আশপাসের গ্রামের মানুষের প্রাণের দাবি- এরাস্তাটি মেরামতের জন্য উপজেলা পরিষদসহ উপর মহলের দৃষ্টি পড়ে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন