শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঘুমন্ত স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে মারার চেষ্টা

স্বামী আমানউল্লাহ (২৬) যশোর জেলার চৌগাছা থানার ঐশী মল্লিক ইটভাটায় শ্রমিকের কাজ করেন। এক মাস আগে আমাকেও সেখানে নিয়ে যান। গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে অন্য শ্রমিকদের সঙ্গে তাস খেলছিলেন তিনি। আমি তাস খেলতে নিষেধ করি। কিন্তু তিনি শোনেন নি। পরে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর আমার স্বামী মধ্যরাতে আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন।

রোববার (১০ মার্চ) সকালে সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের আমিনুর শেখের মেয়ে দগ্ধ সোনিয়া খাতুন (২১) স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে এ কথাগুলো জানান।

দগ্ধ সোনিয়া খাতুনের পিতা বলেন, আট মাস আগে খুলনার পাইকগাছা সদরের মোহর গাজীর ছেলে আমানউল্লাহ্ গাজীর সঙ্গে পারিবারিকভাবে সোনিয়ার বিয়ে হয়। এক মাস আগে সোনিয়াকে নিয়ে জামাই ওই ইভাটায় শ্রমিকের কাজ করতে যায়। সেখানে নিয়ে তুচ্ছ ঘটনায় গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে আমার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে। ওই রাতেই ইটভাটার অন্য শ্রমিকরা সোনিয়াকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তালা হাসপাতালে ভর্তি করেছি আমি।

এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত আমানউল্লাহ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়।

তালা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব সরদার জানান, সোনিয়ার শরীরের পিঠ, হাত ও বুকের স্পর্শ কাতর অংশ মারাত্মকভাবে পুড়ে ক্ষত হয়েছে। দরিদ্র পরিবার হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো সম্ভব হচ্ছে না। তবে এখানেই সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

এ বিষয়ে যশোরের চৌগাছা থানা পুলিশের ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা