মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

গ্রামীন টাওয়ারে চাকুরীর নামে অভিনব প্রতারণা

ডিজিটাল যুগে এসে ডিজিটাল প্রতারণা শুরু হয়েছে। অর্থ হাতিয়ে নিতে নানান কৌশলে মানুষকে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে এসব প্রতারকরা। এবার জনপ্রতিনিধিদের টার্গেট করে পোষ্ট অফিসের মাধ্যমে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তির চিঠি পাঠিয়ে অভিনব প্রতারণা শুরু হয়েছে।

এসব প্রতারণার ফাঁদে পড়ে অর্থ খোয়াচ্ছে নিরীহ প্রকৃতির লোকজন। জানা যায়, দেশের শীর্ষ স্থানীয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানী গ্রামীণ ফোনের লোগো ব্যবহারের মাধ্যমে গ্রামীণ টাওয়ারে ভালো বেতনে চাকুরী দেওয়ার নাম করে গ্রামীণ সার্ভিস নামের একটি ভূয়া প্রতিষ্ঠান এ সকল প্রতারণা করে যাচ্ছে। ইতিমধ্যে এই ভূয়া প্রতিষ্ঠানটি সাতক্ষীরা জেলার সকল উপজেলা পরিষদের স্ব স্ব চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের কাছে পোষ্ট অফিসের মাধ্যমে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তির চিঠি পাঠিয়ে তাদের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে একজন জনপ্রতিনিধির বিপরীতে কোঠা অনুযায়ী চারজনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে। জনপ্রতিনিধিদের কাছে পাঠানো চিঠিতে আরো জানানো হয়েছে তাদের মাধ্যমে লোক নিয়োগ হলে জনপ্রতি দুই হাজার টাকা সম্মানী প্রদান করা হবে।

গ্রামীণ ফোনের মত বৃহৎ তম প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগে প্রতিষ্ঠানটির বৈধতা যাচাই না করেই অনেক জনপ্রতিনিধি ইতিমধ্যে লোক পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত এক নারী সদস্য জানান, পোষ্ট অফিসের মাধ্যমে চিঠি পেয়ে যোগাযোগ করে এলাকার ৪ বেকার যুবককে পাঠাই। তারা প্রত্যেকের কাছ থেকে পঁচিশ শত টাকা করে নিয়ে মোট দশ হাজার টাকা নেয়। পরে তাদেরকে নাম মাত্র ৩ দিন প্রশিক্ষন দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। এরপরে তাদের আর কোন খোঁজ-খবর নেই। ওই ৪ যুবক সম্পূর্ন প্রতারণা বুঝতে পেরে আমাকে চাপ দিলে মান-সম্মানের ভয়ে আমি তাদেরকে খরচ সহ সব টাকা ফেরত দিয়েছি।

গ্রামীণ সার্ভিসের প্যাডে এমনভাবে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি সাজানো হয়েছে এটা দেখে বোঝার উপায় নেই যে এটা ¯্রফে প্রতারণা। নিয়োগ বিজ্ঞপ্তিতে গ্রামীণ সার্ভিসের ম্যানেজার স্বপন সরকার স্বাক্ষরিত চিঠি জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হচ্ছে। সাংবাদিক পরিচয় গোপন রেখে জনপ্রতিনিধি পরিচয়ে ভূয়া প্রতিষ্ঠান গ্রামীণ সার্ভিসের ০১৭৪৫-০৫৪৪১৩ নম্বরে ফোন দিলে রিসিভ করে স্বপন সরকার। সে নিজেকে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর বিনয়ের সাথে লোক নিয়োগের বিভিন্ন লোভনীয় অফারের কথা বলা হয়। প্রতারণা নয় তো এমন কথা বলতেই তিনি বলেন, গ্রামীণ ফোন এ দেশের নামকরা কোম্পানী এটা সম্পর্কে আপনি কি বলেন এমন প্রশ্ন স্বপন সরকার উল্টো ছুড়ে দেন। সবশেষে এ প্রতিবেদক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এভাবে প্রতারণা করে মানুষ ঠকানো হচ্ছে কেন জানতে চাইলে অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালাগাল করে ফোনের লাইন কেটে দেন।

নিয়োগ বিজ্ঞপ্তির কাগজে লেখা রয়েছে গ্রামীণ সার্ভিস (গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিঃ), গভঃ নং সি-৬৩৩৪৮ (১৮০৯)/ ০০৯, ট্রেড নং- ৮০৩, নিয়োগ বিভাগের কার্যালয় : হোল্ডিং নং- ৭৩/৩, ঢাকা আরিচা রোড সংলগ্ন, সাভার, ঢাকা-১৩৪০।

এভাবে ডিজিটাল কায়দায় শিক্ষিত মানুষদের বোকা বানিয়ে প্রতারণা করে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক দল। দেশব্যাপী এসব কর্মকান্ড চালাচ্ছে প্রতারকরা। মূলত জনপ্রতিনিধিদের সহজেই আয়ত্তে আনতে চিঠি পাঠিয়ে অভিনব এক প্রতারণার কৌশল আবিষ্কার করেছে। বেকার যুব সমাজকে বিশাল এক কর্মযজ্ঞে ফিরিয়ে আনতে অনেক জনপ্রতিনিধি এসব প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজেরাই সর্বশান্ত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে অনেক বেকার যুবক।

প্রশাসনের চোখ ফাকি দিয়ে কিভাবে এতবড় প্রতারণা চালিয়ে যাচ্ছে এ নিয়েও বিভিন্ন মহলে মতভেদ দেখা দিয়েছে। কয়েকজন ভূক্তভোগী অবিলম্বে এই ভূয়া প্রতিষ্ঠানটির মূল হোতাদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ