আরো খবর...
খোলা আকাশের নিচে ক্লাস করছে আশাশুনির গোদাড়া স্কুলের শিক্ষার্থীরা
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া মাধ্যমিক বালিক বিদ্যালয়ে খোলা আকাশের নীচে ক্লাশ পরিচালনা করা হচ্ছে। ঝড়-বৃষ্টি, রৌদ্র-শীত এর প্রতিবন্ধকতা সহ্য করে শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে বসতে হচ্ছে।
কয়েক মাস আগে টর্ণেডোর আঘাতে স্কুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোয় স্কুলের অফিস কক্ষ সহ কয়েকটি শ্রেণি কক্ষের টিন উড়ে ও দুমড়েমুচড়ে যায়। পাকা পিলার, সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাব পত্রের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক জেবুন্নাহার জানান, ১৯৯৫ সালের ১লা জানুয়ারীতে শোভনালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শহিদুল ইসলাম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর স্কুলটির যথেষ্ট সংখ্যক শিক্ষর্থী থাকা সত্ত্বেও উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত রয়েছে। এই নিয়ে অনেক দপ্তরে অনেক বার আবেদন করেও কোন লাভ হয়নি। বর্তমানে ক্লাসরুমের অভাবে খোলা আকাশের নিচে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। ফলে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। বর্তমান দুই শতাধীক শিক্ষর্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে।
স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীদের উর্দ্ধতন কর্তৃপক্ষ সমীপে আবেদন বিষয়টি বিবেচনা সাপেক্ষে আশু ব্যবস্থা নেওয়া হোক।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন
১২ রবিউল আওয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসিজদের উদ্যোগে রালী, মহানবী (সা) এর জীবনি আলোচনা, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং কোন কোন স্থানে বৃহস্পতিবারও দিবস পালস করা হয়।
গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসা ঃ মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য সাদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সকাল ৮ টায় মাদরাসা চত্বর থেকে বিশাল জশনে জলুস ঈদ-ই-মিলাদুন্নবী র্যালী বের করা হয়। র্যালিটি গুনাকরকাটি ব্রীজ হয়ে কুল্যার মোড় হয়ে বুধহাটা বাজারে গিয়ে করিম সুপার মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা রাখেন মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ¦ মাওঃ আবু তাহের, মাওঃ আরিফুল্লাহ ও মাওঃ রবিউল ইসলাম। পরে পুনরায় র্যালি বের করা হয় এবং কুল্যার মোড় হয়ে মাদরাসা ময়দানে গিয়ে নাত-ই-রসুল, গজল, মহানবীর জীবনী আলোচনা ও মীলাদ-দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, খানকায়ে আজিজীয়ার পীর সাহেব হুজুর খাজা মোহাম্মদ মিনহাত উল্লাহ।
আশাশুনি সরকারি কলেজ ঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কলেজ জামে মসজিদে আলোচনা ও মীলাদ মাহফিলের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ হোসেন আলির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন, আরবী প্রভাষক আসমাতুল্লাহ আল-গালিব ও মসজিদের খতিব হাফেজ মাওঃ আবু হাসান। অনুষ্ঠানে প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
গুনাকরকাটি পশ্চিমপাড়া জামে মসজিদ ঃ বুধবার সন্ধ্যায় মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির আয়োজনে মাহফিলে মূল আলোচনা রাখেন, প্রভাষক মাওঃ রবিউল ইসলাম। এছাড়া হাফেজ রায়হান, মাওঃ ওছমান গনি, মাওঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ স্কুলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মীলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, সিরাজুল ইসলাম, সালামত হোসেন, মাওঃ আঃ ওহাব প্রমুখ।
শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে সংলাপ
আশাশুনি উপজেলা সদরে শান্তি ও সম্প্রীতময় সমাজ গঠনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ধান্যহাটি এসডিএফ হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সতাক্ষীরার বাস্তবায়নে পিস কনসোটিয়াম বাংলাদেশ এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার ৫০ জন তরুন-যুব ও জ্যেষ্ঠ-অভিজ্ঞ ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তহিদুজ্জামান তহিদ। জনগোষ্ঠির মধ্যকার ব্যবধানের কারণ ও তার প্রতিকার, সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায়, পারিবারিক বন্ধন শীথিলতার কারণ ও সৃদৃঢ় করণের উপায়, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও সঠিক ব্যবহারের পন্থা, ধর্মীয় অপব্যাখ্যা রোধ ও সঠিক পথ উত্তরণের উপায়, শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে প্রতিবন্ধকতাসমুহ দূর করার উপায় নিয়ে আলোচনা করেন।
কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান, এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হোসেন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল হক, অরবিন্দু কুমার, প্রতাপ কুমার মন্ডল, রামকুষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম হোসেন, মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রোপা আমনের শস্য কর্তন, প্রনোদনার অবস্থা, আগাম শীতকালিন সবজীর ফলাফলসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
পিস কনসোটিয়ামের সংলাপ অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার শ্রীউলায় শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে তরুন-যুব ও জ্যেষ্ঠ জনগোষ্ঠির আন্তঃসম্পর্ক উন্নয়নে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার বাস্তবায়নে পিস কনসোটিয়াম বাংলাদেশ এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন, রাজু আহমেদ। সহকারী শিক্ষক কামরুজ্জামান, মনিরুজ্জামান, ইন্দ্রজিৎ সরকার, সাংবাদিক শাহজাহান হাবিব ও সাংবাদিক গোলাম মোস্তফাসহ অংশ গ্রহনকারীরা জনগোষ্ঠির মধ্যকার ব্যবধানের কারণ ও তার প্রতিকার, সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায়, পারিবারিক বন্ধন শীথিলতার কারণ ও সৃদৃঢ় করণের উপায়, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও সঠিক ব্যবহারের পন্থা, ধর্মীয় অপব্যাখ্যা রোধ ও সঠিক পথ উত্তরণের উপায়, শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে প্রতিবন্ধকতাসমুহ দূর করার উপায় নিয়ে আলোচনা করেন।
তুয়ারডাঙ্গা হাই স্কুলের সভাপতি আশীষ কুমার
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে আশীষ কুমার মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হিসাবে ঘোষণা করা হয়।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আঃ রশিদ গাজী, দ্বাতা সদস্য নাসির উদ্দিন সরদার, শিক্ষক প্রতিনিধি কবিতা আচার্য্য, শহিদুল ইসলাম, আজমল হোসেন, অভিভাবক সদস্য মারুফা খাতুন, রবীন্দ্র নাথ মন্ডল, জয়দেব মন্ডল, টুকু সরদার ও সালেক হোসেন উপস্থিত ছিলেন। সভাপতি পদে সমাজ সেবক আশীষ কুমার মন্ডল একাই মনোনয়নপত্র জমা প্রদান করায় সভায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত হ্যান্ডবিল বিতরণ
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। বুধবার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলির নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়নের হোসেনপুর বাজার হতে হ্যান্ডবিল বিতরণ শুরু করা হয়। এরপর খরিয়াটি নতুন বাজার হয়ে দবির মেম্বরের বাড়ি পর্যন্ত এলাকার মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। এসময় আওয়ামীলীগ নেতা শেখ মশিউর রহমান, যুবলীগের সভাপতি মেম্বার মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম মাজেদ, সাধারণ সম্পাদক শেখ আরাফাত, মেম্বার আঃ মাজেদ, শাহিনুর রহমান, আঃ সামাদ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য গহর আলি প্রমুখ তার সাথে ছিলেন।
দরগাহপুর মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী (স:) উদযাপন
আশাশুনি উপজেলার দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী (স:) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদরাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব শেখ আব্দুল হান্নান। অন্যদের মধ্যে আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আতিয়ার রহমান, পশ্চিম দরগাহপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ জাহাঙ্গীর আলম, প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, শেখ আশরাফুল হক, শেখ আঃ রশিদ বাবলু, শেখ আঃ মুক্তাদের খোকন, শেখ রমজান আলী বাবু, শেখ আঃ তুহিন, শেখ রুহুল কুদ্দুস, শেখ এস্কেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন