বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খানবাহাদুর আহ্ছান উল্লাহ কলেজ ছাত্রলীগের নবীনবরণ

মাদকমুক্ত, জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়তে এবং সুশিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে। কেননা মাদক সমাজকে ধ্বংশের মুখে ঠেলে দিচ্ছে। একই সাথে অসংখ্য জীবন ও পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। সমাজের ব্যাধী মাদক নির্মূল করতে ছাত্রলীগ কাজ করবে। ছাত্রলীগের ভেতরে মাদক গ্রহন কারীরা থেকে থাকেন তাহলে এখনি মাদক ছাড়–ন না হলে আপনাকে দল ছেড়ে দিবে। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে সর্ব ক্ষেত্রে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধ ও আন্দোলনে ছাত্রলীগ বিশেষ অগ্রিনী ভূমিকা রেখে চলেছে। তাই লেখা-পড়ার পাশাপাশি ছাত্র রাজনীতির মাধ্যমে নিজেকে একজন অদর্শ দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। উন্নয়নের বাধাগ্রস্থ সকল অপশক্তিকে প্রতিহত করে দেশ নেত্রীর হাতকে আরো শক্তিশালি করতে হবে। বক্তরা আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিগত ২০১৩ সালের ন্যায় দেশ আবারো অশান্ত না হয় সেদিকে খেয়াল রাখবে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতাকর্মীদের নিজের মেধাকে কাজে লাগিয়ে সর্বচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে। রবিবার খানবাহাদুর আহছান উল্লা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা।

উপজেলার সখিপুর মোড়স্থ খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজে ছাত্রলীগের উদ্যোগে রবিবার বেলা ১১টায় কলেজ ছাত্রলীগের আয়োজনে একাদশ বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, সহ-সভাপতি সাব্বির হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেন, সভানেত্রী ফাহমিদা সুলতানা ইরিন, ২য় বর্ষ সভাপতি মেহেদি হাসান, সাঈদুর রহমান তন্ময়, ইমরান হোসেন, ফারয়া সুলতানা, তুহিনুর রহমান, মাসুদ রানা, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আল-আমিন প্রমূখ। অন্যান্যদের মধ্যে তাঁতীলীগের আহবায়ক এসএম নাসির উদ্দীনসহ কলেজ, ইউনিয়নসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠনটি বিশ্বের বৃহত সংগঠন হিসাবে মর্যদা লাভ করে যাচ্ছে। তাছাড়া সংগঠনটির আতœপ্রকাশের পর থেকে দেশের সকল উন্নয়ন ও আন্দোলন সংগ্রামে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় দেশকে নেতৃত্ব দিতে শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয় আনতে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তরা। মাদক ও নারী থেকে দুরে থেকে পড়া-লেখায় মনোনিবেশ করে সোনার বাংলা গড়তে কাজ করতে হবে।

দেবহাটায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা
“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবহাটায় ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৭ অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে প্রতিবছরের ন্যায় উপজেলা চত্তরে উক্ত মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হওয়া মেলাটি ৩ আগষ্ট পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে সমাপ্ত হবে বলে জানাগেছে। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উক্ত মেলায় সর্বসাধারণের উপস্থিতি ও অংশ গ্রহনের মাধ্যমে সাফাল্য করতে অনুরোধ জানিয়েছেন কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন