সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুর সাগরদাঁড়ি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

যশোরের কেশবপুর সাগরদাঁড়ি সড়কটি দূর থেকে দেখলে মনে হবে সড়ক নয় যেন মাটির রাস্তা। গত ২ বছর পর পর বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্থ হয়। এ সময় কর্তৃপক্ষ সংস্কারের নামে ক্ষতিগ্রস্থ স্থান ম্যাকাডাম করে সংস্কার কাজ শেষ করা হয়। জনগুরুত্বপূর্ণ এ সড়ক জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

প্রতিনিয়ত ভারি পণ্যবাহী ট্রাক-লরি চলাচল করার সময় সড়কের এসব গর্তে আটকে গিয়ে সীমাহীন যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে সড়ক দিয়ে পথচারীসহ হাটুরেদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরকারি দু’সংস্থা এলজিইডি ও পর্যটন করপোরেশনের দোটানায় পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার বা পুণনির্মাণ ২ বছর ধরে বন্ধ রয়েছে। কেশবপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ি পর্যন্ত সড়কটির অবস্থান। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে দেশী-বিদেশী পর্যটকসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ভক্তরা বনভোজনে আসায় সড়কটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
এ কারণেই বর্তমান কেশবপুর-সাগরদাঁড়ি সড়কটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত ২ বছরের বন্যায় ওই সড়কের পৌরসভা অংশ প্রায় আড়াই মাস বন্যার পানিতে ডুবেছিল। পানি নেমে যাওয়ার পর ক্ষত-বিক্ষত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

২০১৭ সালের ২৬ জানুয়ারী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাগরদাঁড়ি মধুমেলায় প্রধান অতিথি হয়ে আসেন। তার আসার সংবাদে উপজেলা প্রকৌশল অফিসের উদ্যোগে সড়কটির বড় বড় গর্তগুলি খুড়ে ফেলা হয়। এরপর মন্ত্রী হেলিকপ্টারে সাগরদাঁড়ি আসা চুড়ান্ত হওয়ায় গর্তগুলি ইটের খোয়া দিয়ে ভরে ম্যাকাডাম করে সংস্কার কাজ শেষ করা হয়। এরপর থেকে রাস্তাটি আর কার্পেটিং করা হয়নি। বর্তমান বর্ষা মৌসুমে ইটের খোয়া উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে মাটির রাস্তায় পরিনত হয়েছে। সড়কের বড় বড় গর্তে যানবাহন আটকে সীমাহীন যানজটের সৃষ্টি হয়ে পথচারীদের দুর্ভোগ বেড়েই চলেছে। এতে একদিকে যেমন যানবাহন ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্যদিকে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ফলে বাধ্য হয়ে জনগণকে ১০/১২ কিলোমিটার ঘুরে কেশবপুর শহরসহ অন্যান্য স্থানে যেতে হচ্ছে।

কেশবপুর উপজেলা প্রকৌশলী মুনছুর আলী বলেন- মধুসড়ক আপদকালীন সংস্কারের জন্য একটি প্রাক্কলন তৈরী করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া সড়কটি বড় ধরনের সংস্কারের জন্য ইতিপূর্বে একটি প্রাক্কলন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনেও পাঠানো হয়। ইতোমধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন ওই সড়কের মাপযোগ সম্পন্ন করেছে। আগামী শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে। আপাতত বড় বড় গর্তে ইট দিয়ে ভরাট করে চলাচলের উপযোগি করা হচ্ছে।
এ ব্যাপারে পর্যটন কর্পোরেশনে প্রকৌশলীরা কাজ করছে। টেন্ডার প্রক্রিয়ার সম্পন্ন হলে পর্যটন কর্পোরেশন এলজিইডির মাধ্যমেই কাজটি বাস্তবায়ন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানূর রহমান বলেন- রাস্তাটি পুণসংস্কারে ৪ বার টেন্ডার দেয়া হয়েছে। ঠিকাদাররা সিন্ডিকেট করে টেন্ডারে অংশ নিচ্ছেন না। আবারও বাজেট বাড়ানোর স্টিমেট করে অচিরেই টেন্ডার দেয়া হবে।

কেশবপুর (যশোর) থেকে এস আর সাঈদ’র পাঠানো কিছু খবর :

আলতাপোল তেইশমাইল দূর্গা মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল তেইশমাইল দূর্গা মন্দিরের ছাদ ঢালাই সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে।
মন্দিরের সভাপতি সন্তোষ দেবনাথের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের পক্ষে ছাদ ঢালাই উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ কনক সেন, প্রচার সম্পাদক গৌতম রায় এবং চুকনগর আদর্শ বস্ত্রালয়ের সত্তাধিকারী জয়দেব আড্য ও নন্দ আড্য ।

অভিভাবক সমাবেশ

যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে শিক্ষার মান উন্নয়নে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব আলী মোড়লের সভাপতিত্বে ও শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তপন কুমার ব্রম্ম, শিক্ষক নূরুল ইসলাম গাজী, ইয়াসমিন আক্তার, শেখ সুলতান আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রভাষক জয়দেব কুমার বৈরাগ্য, শফিকুল ইসলাম শেখ,আবুল কাশেম সরদার, অভিভাবক আজিজুর রহমান প্রমুখ।

প্রস্তুতি সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।
সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৪ ও ১৫ আগস্ট ২দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা