মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

যশোরের কেশবপুরের পাঁজিয়া শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের আয়োজনে পাঁজিয়া কালিবাড়ি ফুববল মাঠে শুক্রবার বিকালে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় কৃষ্ণনগর মধুবাবু ফুটবল একাদশ নড়াইল ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশকে ৭-০ গোলে পরাজিত করে সহজ জয় পেয়েছে।

পাঁজিয়া শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি ও কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জসিম উদ্দীন জক্কি, জহুরুল হক, আমির হোসেন, যুবলীগের জয় ভদ্র জগাই, লিটন গাজী, আল হেলাল, আশরাফুল প্রমুখ।
খেলার ধারা বর্ননায় ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম ও আয়ুব হোসেন এবং খেলা পরিচালনা করেন আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক ও শকওত হোসেন।

ফেসবুক আইডি হ্যাক ॥ থানায় জিডি

কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর নিজ নামীয় ফেসবুক আইডি হ্যাকাররা হ্যাক করেছে।
হ্যাকাররা উক্ত আইডির প্রেফাইল ছবি পরিবর্তন করে বিভিন্ন প্রকার আপত্তিকর ছবি পোস্ট করে তাঁর মানসম্মান ক্ষুন্ন করা-সহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধনের চেষ্টা করছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানা গেছে- গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ২০১৬ সালে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে নিজ নামীয় ফেসবুক আইডি খোলেন। যে আইডিতে তিনি গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড-সহ তাঁর সকল ছবি পোস্ট করতেন। কিন্তু শুক্রবার দুপুরে উক্ত ফেসবুক আইডি টি হ্যাকাররা হ্যাক করে প্রেফাইল ছবি পরিবর্তন করে বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করে তাঁর মানসম্মান ক্ষুন্ন করা-সহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধনের চেষ্টা করছে।
এ ব্যাপারে তিনি হ্যাকারদের বিরুদ্ধে কেশবপুর থানায় জিডি করেছেন। যার নং- ৭৮৭, তারিখ ২০-০৭-২০১৮।

প্রতিবন্ধী কন্যাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরের গৌরীঘোনা গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে জড়িয়ে শীলতাহানির অপপ্রচারের প্রতিবাদে তার পিতার সংবাদ সম্মেলন করেছে।
উপজেলার গৌরীঘোনা বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গৌরীঘোনা গ্রামের মনিরুল ইসলাম সরদার বলেন, প্রতিবেশি ইউনুস ফকিরের সাথে অর্থনৈতিক বিষয়ে তার বেশকিছু দিন বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এলাকায় দুটি পক্ষ হয়ে যায়। এরই জের ধরে একটি কুচক্রীমহল আমার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ইউনুস ফকির ধর্ষণ করেছে বলে অপপ্রচার চালাতে থাকে। পরবর্তীতে গৌরীঘোনা মিতালী সমাজসেবা সংস্থায় একটি সালিশ বৈঠকের নামে সাবেক চেয়ারম্যান ও তার ভাইপো গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলামকে জড়িয়ে একটি কাল্পনিক কাহিনী তৈরী করে গত ১৮ জুলাই দৈনিক গ্রামের কাগজে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো জানান, প্রকৃত পক্ষে আমার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে কেউ ধর্ষণ করেনি এবং এ বিষয়ে কোন সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়নি।

তিনি কুচক্রী মহলকে উক্ত অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলাম, গৌরীঘোনা মিতালী সমাজসেবা সংস্থায় সভাপতি মাসুদুর রহমান ও গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা