বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকী উদযাপিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী আয়োজনে ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, প্ররস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী লিসা মনির সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন আর রশীদ ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান।

কেশবপুরে জামাই কর্তৃক আপন শ্বাসুড়িকে ফাঁসানোর চেষ্টা ॥ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ
যশোরের কেশবপুরে নিজের মেয়েকে লুকিয়ে রেখে জামাই কর্তৃক আপন শ্বাসুড়িকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়াগেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার ভোাগতি গ্রামের সিরাজুল ইসলাম গাজীর মেয়ে উর্মি খাতুনে সাথে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের নূর আলী শেখের ছেলে মনিরুল ইসলামের ২০১২ সালে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকে তাদের সংসারে অভাব-অনাটন দেখা দেয়। জিবিকা নির্বাহের জন্য স্বেচ্ছায় উর্মি খাতুন তার আপন ছোট খালা ভারতে থাকার সুবাদে সেখানে চলে যায়। পরবর্তীতে স্বামী ও পিতা-মাতার আহ্বানে উর্মি খাতুনকে ভারত থেকে ফিরিয়ে এনে স্বামী ও পিতা-মাতার নিকট তাকে বুঝিয়ে দেওয়া হয়। পিতা সিরাজুল ইসলামের সম্মতিতে উর্মি খাতুন তার স্বামীকে তালাক প্রদান করে। সিরাজুল ইসলাম তার মেয়ে উর্মি খাতুনকে লুকিয়ে রেখে তার আপন শ্বাসুড়ি ইলা বেগমের বিরুদ্ধে তার আপন নাতনীতে ভারতে পাচারের কাল্পনিক অভিযোগ এনে গত ৩ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ করেন। যে বিষয়টি কয়েকটি পত্রিকায় প্রকাশিত হওয়ায় ইলা বেগমের সম্মান হানি হয়েছে। এব্যাপারে মূলগ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ইলা বেগম ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ থেকে রেহাই পেতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

কেশবপুর শহরে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর শহরে যানজট নিরসনে এক মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, ব্যাবসায়ী নেতা নাছির আহম্মেদ গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জী উজ্জ্বল, শ্রমিক নেতা মজিবর রহমান বাঘা, আজিজুর রহমান স্বপন প্রমুখ।

কেশবপুরের গড়ভাঙ্গায় ৮দলীয় আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সার্বিক ব্যবস্থাপনায় এবং খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম মোড়লের উপস্থিতিতে বুধবার বিকালে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী ও গড়ভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ নন্দী। উদ্বোধনী খেলায় কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা পরিচালিত নিধি স্পোটিং ক্লাব ১-০ গোলে মণিরামপুর সুন্দরবন স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা