বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে ২য় দিন ১৯ জুলাই র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও মৎস্যচাষী সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মৎস্যচাষী প্রভাষক মুহাসিন আলী, মৎস্যজীবি মনোহর গাইন প্রমুখ।

বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা

যশোরের কেশবপুরে বাল্য বিবাহ এবং শিক্ষা থেকে ঝরে পড়া হ্রাসের লক্ষে স্থানীয় ব্যক্তিদের সাথে এক সচেতনতা বৃদ্ধিমূলক সভা বৃহস্পতিবার দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাগরদাঁড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী মহব্বত হোসেন, ইউপি সদস্য রেজাউল ইসলাম, কবিতা বেগম, মনোয়ারা বেগম, হালিমা বেগম ও আনোয়ারা বেগম। বক্তব্য রাখেন দলিত হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাস্যালিটেটর প্রহ্লাদ দাস, পুরোহিত কৃষ্ণ দাস, দলিত প্রতিনিধি রনজিৎ দাস, কালীপদ দাস প্রমুখ।

বসতভিটা ভাংচুরের অভিযোগ

যশোরের কেশবপুর পল্লীতে এক গৃহবধূকে উচ্ছেদ করতে তার বসতভিটা ভাংচুরের অভিযোগ পাওয়াগেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গৌরীঘোনা গ্রামের সাজ্জাত ফকিরের পূত্র অলিয়ার ফকিরের সাথে ডুমুরিয়া উপজেলার ষোলগাতী গ্রামের শামছুর গাজীর কন্যা রনজিদা খাতুনের ১৯৯৮ সালের ২৩ এপ্রিল বিবাহ হয়। তাদের ঘরে একটি কন্যা ও একটি পূত্র সন্তান হয়। কয়েক বছর পরে অলিয়ার ফকির ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের মনু সানার কন্যা আকলি বেগমকে বিবাহ করে খর্নিয়ায় বসবাস করে আসছে। রনজিদা খাতুন স্বামীয় ভিটা আকড়ে ধরে পরের জমিতে কাজ করে অনেক কষ্টে তার মেয়েটিকে বিবাহ দিয়েছে এবং তার ছেলেটি স্কুলে লেখাপড়া করছে। কিন্তু রনজিদা খাতুনকে তার স্বামী অলিয়ার ফকির ভরন পোষণ না দিয়ে বিভিন্ন সময় যৌত্যুক দাবী করায় যশোরে চীফ জুডিশিয়াল আমলী আদালতে স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা আইনে মামলা করেন। এদিকে প্রতিবেশী হাফিজুর রহমান বিভিন্ন সময় রনজিদা খাতুনকে কুপ্রস্তাব দিয়ে আসছে। তারই জের ধরে গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় হাফিজুর রহমান তার শীলতাহানি ঘটায়। এঘটনায় রনজিদা খাতুন বাদী হয়ে যশোরে চীফ জুডিশিয়াল আমলী আদালতে মামলা করেন।
বৃহস্পতিবার সকালে হাফিজুর রহমান উপস্থিতিতে অলিয়ার ফকির তার স্ত্রীকে উচ্ছেদ করতে বসত ঘর ভাংচুর করেছে। এব্যাপারে গ্রহবধূ রনজিদা খাতুন বলেন, আমার বসতভিটা ভাংচুর করায় আমি আমার ছেলেকে নিয়ে কোথায় আশ্রয় নেব। তিনি প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করেছেন।

নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ের লক্ষে প্রস্তুতি সভা

কেশবপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ের লক্ষে উপজেলার সকল ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত ইউপি সদস্যদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গৌতম কুমার রায়ের সভাপতিত্বে ও ইউপি সদস্য কামরুজ্জামান কামালের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ইউপি সদস্য মৃর্ণাল কান্তি দাস, জয়নাল উদ্দীন, কাজল, রবিউল ইসলাম, ওলিয়ার রহমান, শ্যামল প্রমুখ। এ সময় ৮০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলে। এর মধ্যে সদর ইউনিয়নের ৫ জন ও অন্য ইউনিয়নের ১ জন করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা