বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে মামুন হত্যার সন্দেহমূলক আসামীর মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

কেশবপুরে মামুন হত্যার সন্দেহভাজন আসামী ব্যাবসায়ী জামাল হোসেনের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মঙ্গলকোট গ্রামের আবুল কালাম বলেন, তার পিতা আফাজ উদ্দীন দীর্ঘ ৪০ বছর যাবৎ মঙ্গলকোট বাজারে আফাজ স-মিল ও রাইস মিল নামক দুটি ব্যাবসা পতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তারা দুইটি ভাই ব্যবসার দুটি শাখা দেখাশুনা করেন এবং তাদের আদৌ কোন ব্যাবসায়ীক পার্টনার নেই। গত ২৭-০২-২০১৮ তারিখে হিজালডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনরে পূত্র মামুন নামে এক ব্যক্তি খুন হয়। তার পরের দিন সন্ধ্যায় সেই খুনের সন্দেহ মূলকভাবে পুলিশ তার ছোটভাই জামাল সরদারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। পরে পুনরায় ০১-০৩-২০১৮ তারিখে দুপুর ২ টার সময় পুলিশ আবার তার ছোটভাই জামালকে থানা হাজতে নিয়ে এসে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ ও টর্চারিং করে এবং পরের দিন জেল-হাজতে প্রেরণ করে। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আরো বলেন, উল্লেখিত খুনের ঘটনার দিন জামাল তার অসুস্থ্য পিতাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান এবং বাড়িতে যেয়ে দেখেন তাঁর মাও অসুস্থ্য হয়ে শয্যাশায়ী। সাথে সাথে তিনি ডাক্তার ডেকে আনেন এবং ডাক্তার তার মাকে সেলাইন দেন। অথচ এলাকার একটি কুচক্রী মহল তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য থানা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে তার ছোট ভাই জামালকে মামুন হত্যা মামলার সন্দেহমূলক আসামী করেছে এবং কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মামুন হতার সঠিক তদন্ত দাবী করেন এবং তার নিরাপরাধ ছোট ভাই জামালের মুক্তি দাবী করেন। সংবাদ সম্মেলনে কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতি এবং বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি (২২৭) এর কর্মকর্তা-সহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।

স্পন্সর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে দলিতের আয়োজনে ও একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় স্পন্সর শিশুদের স্কুল ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল কুমার মন্ডলের সভাপতিত্বে ও স্পন্সরশীপ অফিসার হান্না সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুজ্জামান।
অপরদিকে উপজেলার সাগরদাঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯ মার্চ অনুরূপ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় রবি ও খরিপ মৌসুম-১/২০১৭-১৮ মৌসুমে মজিদপুর মাঠে মঙ্গলবার বিকালে ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান। মাঠদিবসে কৃষক, কীটনাশক ব্যাবসায়ী, জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মধ্য আয়ের দেশ: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ নি¤œ আয় থেকে নি¤œ মধ্য আয়ের দেশে উত্তরণে দেশব্যাপী প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, শিক্ষা অফিসার আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।
পরে কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে কৃষি মন্ত্রনালয়ের বরাদ্দ হতে বাস্তবায়িত প্রদর্শনীর বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে ড্রাম বিতরণ করা হয়।

বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

যশোরের কেশবপুর উপজেলা দলিত পরিষদ ও উপজেলা দলিত উন্নয়ন ফেরাম বুধবার দুপুরে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। স্মারকলিপি প্রদানের পূর্বে শহরের ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা দলিত উন্নয়ন ফেরামের সভাপতি সুজন দাস, উপজেলা দলিত পরিষদের সভাপতি সন্তোষ দাস, উজ্জ্বল দাস, বিকাশ দাস, শংকর দাস, দুলাল দাস, সুমন দাস, মিলন দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা