বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে জলাবদ্ধতায় গৃহহীনদের মাঝে খাবার বিতরণ অব্যহত

কেশবপুরে জলাবদ্ধতায় গৃহহীনদের মাঝে বৃহম্পতিবার দুপুরে সরকারী ভাবে ত্রাণ সামগ্রী ও বিভিন্ন ব্যক্তির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষে ২ শত ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিতরণ কালে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিরঞ্জন চক্রবর্তী, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী প্রমুখ।
এদিকে, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে গণ সাহায্য সংস্থার আশ্রয় কেন্দ্রে বসবাসকারী ৩ শত ৫০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর আওয়ামী লীগ নেতা সবুজ খান, স্বপন প্রমুখ।
অপরদিকে পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবু তাঁর ব্যক্তিগত উদ্যোগে কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ও কেশবপুর আলিয়া মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে বসবাসকারী ১ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাকির হোসেন।
তছাড়া খেলাঘর আসরের উদ্যোগে কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বসবাসকারী ৩ শত শিশুর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলীর পরিচালনায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।

কেশবপুর ও হাসানপুর ইউনিয়নে বিভিন্ন প্রকার ভাতার কার্ড বিতরণ
কেশবপুর সদর ও হাসানপুর ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের আওতায় বৃহস্পতিবার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রাম বাজারে উক্ত ভাতার কার্ড বিতরণ করেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও মূলগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস। বিতরণ কালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আদিত্য দত্ত, সমাজসেবক আজাহারুল ইসলাম, স্বদেশ, অধিকারী, মাধব অধিকারী প্রমুখ।
অপরদিকে হাসানপুর ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন হাসানপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক জুলমাত আলী। বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী আব্দুস সালাম, ইউপি সদস্য আকামত আলী, ইউপি সদস্য কুমারেশ দাস প্রমুখ।

কেশবপুরে ভাতিজার হাতে জখম হওয়ার ৫ দিন পর চাচার মৃত্যু
কেশবপুরে ভাতিজার হাতে চাচা কামরুল ইসলাম (৩৮) জখম হওয়ার ৫ দিন পর বৃহষ্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
জানা গেছে, গত ৫ আগষ্ট উপজেলার ব্রম্মকাটি গ্রামের মৃত আনসার আলী দফাদারের ছেলে কামরুল ইসলাম কে তার বড় ভাই নজরুল ইসলামের ছেলে আল আমিন(২৬) তুচ্ছ ঘটনায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক তাকে প্রতিবেশিরা উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। বৃহষ্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কামরুল ইসলামের মৃত্যু হয়। ওয়ার্ড কাউন্সিলর মফিজ উদ্দিন জানান, সকালে তার মৃত্যু হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন জানান, কামরুল ইসলামের মৃত্যু ঘটনা শুনেছি। তাকে জখম করার ঘটনায় থানায় মামলা হয়। মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা নেয়া হবে।

কেশবপুরে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহার মৃত্যু
কেশবপুরে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা (৬৫) বৃহষ্পতিবার ভোরে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহষ্পতিবার সকালে কেশবপুর পুরাতন বাস স্টান্ডে গার্ড অব অনার শেষে কেশবপুরের কুঠিবাড়ি শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার মধ্যকুল গ্রামের মৃত সুধির কুমার সাহার ছেলে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা