বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে গুলিতে স্কুল ছাত্রী আহত, ২০ হাজার টাকায় রফার অভিযোগ

কেশবপুর পৌরসভার বায়সা এলাকার বহুলালোচিত বখাটের গুলিতে গুরুতর আহত সেই স্কুল ছাত্রীর পরিবারটিকে হুমকি দিয়ে মাত্র ২০ হাজার টাকায় ঘটনাটি ধামা চাপা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দু‘দফা ঘটনাস্থল পরিদর্শন করলেও ন্যূনতম একটি জিডিও না হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অপশক্তির দ্বারা প্রভাবিত হয়ে ওই স্কুল ছাত্রীর পরিবারকে ঘটনাটি ধামাচাপা দিতে বাধ্য করে। ফলে শেষ পর্যন্ত দরিদ্র পরিবারটি ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সরেজমিনে জানা গেছে, পৌরসভার বায়সা এলাকার ইঞ্জিন চালিত করিমন চালক আব্দুর রাজ্জাকের মেয়ে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের মৃত আহম্মদ মোড়লের সিংগাপুর প্রবাসী ছেলে বখাটে আব্দুস সাত্তার তাকে উত্ত্যক্ত করতো। এরই প্রতিবাদ করায় গত ১৮ ফেব্রুয়ারি সকালে আব্দুস সাত্তার একটি এয়ারগান নিয়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বাড়িতে যায়।

মেয়েটির মা মনিরা বেগম জানান, সাত্তার যখন তাদের বাড়িতে ঢোকে তখন তাঁর স্কুল পড়–য়া কন্যা ঘরের বারান্দায় বসে সকালের খাবার খাচ্ছিল। এ সময় সাত্তার উদ্দেশ্যমূলকভাবে তাঁর মেয়ের পিঠে এয়ারগান ঠেকিয়ে গুলি করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেললে সঙ্গে সঙ্গে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শর্য্যা হাসপাতালে রেফার করে। পরবর্তীতে তাকে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে অপারেশন করে শরীর থেকে গুলি বের করা হয়। গত ২০ ফেব্রুয়ারি তাঁর মেয়েকে বাড়িতে আনা হলেও সে এখনও স্বাভাবিক হতে পারেনি। সাংবাদিকরা গুলিবিদ্ধ মেয়েটির ছবি তুলতে অনুমতি চাইলে এসময় মেয়েটির মা মনিরা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন এবং ছবি না তুলতে অনুরোধ করেন। এ ঘটনার পর থেকে বখাটে আব্দুস সাত্তার বাড়িঘরে তালা দিয়ে স্বপরিবারে গা ঢাকা দিয়েছে।

সাবদিয়া-বায়সা ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মুকুল হোসেন জানান, আব্দুস সাত্তার এলাকার বখাটে ছেলে সে প্রায়ই বিভিন্ন লোকের গায়ে এয়ারগান ঠেকিয়ে মজা করে বলত গুলি করে দেব। ঘটনাটি এলাকায় ব্যাপক রটে গেলে কেশবপুর থানার এএসআই শ্যামল সরকারের নেতৃত্বে পুলিশ দু‘দফা ঘটনাস্থল পরিদর্শন করলেও করিমন চালক পরিবারটি কোন আইনগত সহায়তা পায়নি। এমন কি এ ঘটনায় ন্যূনতম একটি জিডিও করানো হয়নি। তবে এলাকায় গুঞ্জন উঠেছে, ধর্ণাঢ্য আব্দুস সাত্তার লাখ লাখ টাকার মিশন নিয়ে মাঠে নামলেও করিমন চালক পরিবারটিকে হুমকি দিয়ে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামা চাপা দিতে বাধ্য করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি সরেজমিনে গ্রামটি পরিদর্শনকালে আব্দুস সাত্তারের বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় ছিল। এ সময় তাঁর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দেয়ার সাথে সাথেই সে সংযোগ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে মেয়েটির বাড়িতে যাওয়া হলে প্রথমে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। ওই পরিবার অজানা আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটাছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা