মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, আওয়ামী লীগনেতা সন্তোষ দাস, শাহাদাৎ হোসেন, আবু বক্কর সিদ্দিক, মশিয়ার দফাদার, কবীর হোসেন, কামরুজ্জামান কামাল, মুনছুর আলী, শ্রমিকলীগনেতা পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।

বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

যশোরের কেশবপুরে বিদেশ পাঠানোর নামে ৩ লক্ষ ৮০ হাজার টাকার আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা বেলকাটী গ্রামের মৃত আলী বক্সের ছেলে মুজিবর রহমান ও মহিউদ্দীন ২০১৬ সালে ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্রের মাধ্যে ভাল চাকুরী দেওয়ার কথা বলে একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ইউছুপ আলীকে বৈধ ভিসায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা গ্রহণ করে। টাকা গ্রহণের পর সুচতুর প্রতারক মুজিবর রহমান ও মহিউদ্দীন বেলকাটী গ্রামের ফারুক হোসেন ছেলে ইউছুপ আলীকে বৈধ ভিসায় মালয়েশিয়ায় না পাঠিয়ে নাম মাত্র টাকায় ইউছুপ আলীকে অবৈধ ভাবে পানি পথে মালয়েশিয়ায় পাঠানোর কারণে মালয়েশিয়ায় পুলিশের হাতে সে ধরা পড়ে এবং প্রায় ৩ মাস জেল খেটে বের হওয়ার পর বাড়িতে সংবাদ দিলে আবারও ইউছুপ আলীর পিতা ফারুক হোসেন মালয়েশিয়ায় ৬০ হাজার টাকা পাঠানোর পর ইউছুপ আলী বাংলাদেশে ফেরে। ইউছুপ আলী দেশে ফিরে ঘটনা জানানোর পর মুজিবর রহমানের বাড়িতে যেয়ে পাওনা টাকা ফেরৎ চাইলে সে টাকা ফেরৎ দেওয়ার ওয়াদা করে। ওয়াদা মাফিক টাকা ফেরৎ না দিয়ে একের পর এক তালবাহানা ও ওয়াদা করে আসছে। ২২ জুন বিকালে মুজিবর রহমানের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে সে আর্মা উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা দিতে পারিবে না, পারলে টাকা আদায় করে নিস বলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ও মারপিট করে তার বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়। এব্যাপারে অবশ্য মুজিবর রহমান ও মহিউদ্দীন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
কেশবপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদীচীর উদ্যোগে সংগীত প্রশিক্ষণ কর্মশালা

যশোরের কেশবপুরে উদীচীর উদ্যোগে শনিবার সকালে সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উদীচীর সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক দেব প্রসাদ দাঁ।
এ সময় বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মণিমোহন ধর, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, খেলাঘর আসরের আহ্বায়ক আবদুল মজিদ, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, উদীচী কেশবপুর শাখার সাধারণ সম্পাদক অনিমেষ সাহা বাপী। অনুষ্ঠানে উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠণের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাসান সাদেক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা