শনিবার, জুলাই ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরের মজিদপুর ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন চেয়ারম্যান নির্বাচিত

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর বিপুল বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ারের চেয়ে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীরের ১৭৭২ ভোট বেশি পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর (আনারস) প্রতীকে ৭হাজার ২শ’ ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম সরোয়ার নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৭৪ ভোট।

বাতিল হয়েছে ১০৩ ভোট।

ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৬১৫ জন।

অপরদিকে, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সিরাজুল ইসলাম (মোরগ) প্রতীকে ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম (ফুটবল) প্রতীকে পেছেন ৬৪৭ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বজলুর রশিদ জানান, মজিদপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ১২হাজার ৭শ ২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৭ হাজার ২শ ৪৬ ভোট পেয়ে আনারস প্রতিকের প্রার্থী হুমায়ুন কবীর বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম সরোয়ার নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৪শ ৭৪ ভোট পেয়েছেন। পাঁজিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সিরাজুল ইসলাম ৬শ ৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সাহিত্যিক মনোজ বসুর ১১৮ তম জন্মবার্ষিকী পালিত

১৯০১ সালে ২৫ জুলাই কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা গ্রামে ঐতিহ্যবাহী বসু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

মনোজ বসু মাত্র ৭ বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। পাঠশালার গন্ডি না পেরুতেই ১৯০৯ সালের জুন মাসে মাত্র ৮ বছর বয়সে তাঁর পিতা রামলাল বসুর মৃত্যু হয়। এক কঠিন বাস্তবতার মধ্যদিয়ে তিনি ১৯১৯ সালে ম্যাট্রিক, ১৯২২ সালে আইএ এবং ১৯২৪ সালে বিএ পাশ করে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

তাঁর উল্লেযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- বঙ্গলক্ষি ও বিচিত্রা, উপন্যাস- নিশি কুটুম্ব, ভুলিনাই, সৈনিক ও বাঁশের কেল্লা, গল্প- বনমর্মর ও নববাধ, ভ্রমণ কাহিনী- চীন দেখে এলাম ও নূতন ইউরোপ নূতম মানুষ সোভিয়েতের দেশে, নাটক- নূতন প্রভাত, বিপর্যয় ও রাখিবন্ধন শেখ লগ্ন।

তিনি দেশে বাংলা একাডেমি ও নরসিংদাস পুরস্কার পেয়েছেন।

তাছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত শরৎচন্দ্র পদক ও পুরস্কার এবং অমৃতবাজার পত্রিকা প্রদত্ত মতিলাল ঘোষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মনোজ বসু ১৯৮৭ সালে ২৭ ডিসেম্বর পরলোক গমন করেন।

যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকালে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সুসাহিত্যিক মনোজ বসুর ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্যিক মনোজ বসু জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-সচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ও ভবদাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মতলেব আলী। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক হাশেম আলী ফকির।

আরো বক্তব্য রাখেন প্রভাষক ধননজয় মজুমদার, প্রধান শিক্ষক তাপস দে, কবি মকবুল মাহফুজ, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা