আরো খবর...
কালিগঞ্জ রোকেয়া মনসুর কলেজে নবীন বরণ
কালিগঞ্জ রোকেয়া রোকেয়া মনসুর মহিলা কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া ছাত্রীদের নবীন বরণ ও মেলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
শুরুতে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
ইতিহাস বিভাগের প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম।
অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কলেজের সহকারী অধ্যাপক নুরুজ্জামান, জিবি সদস্য ডা. মিলন কুমার ঘোষ, রিপন দত্ত, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাসরিন সুলতানা, প্রথম বর্ষের ছাত্রী তাহেরা সুলতানা ও নাফিসা তাবাচ্ছুম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
একাদশ শ্রেনীতে নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা।
নব দিগন্ত যুব সংঘের কমিটির গঠন
কালিগঞ্জের বন্দকাটি নব দিগন্ত যুব সংঘের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
ক্লাব চত্তরে অনুষ্ঠিত সধারন সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সভাপতি হিসাবে মফিজুল ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে মোকছেদ আলী গাজী, জিএম শাহরিয়ার পারভেজ টিপু, জিএম আবতাব উদ্দিন, সাধারন সম্পাদক জিএম সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান ও প্রচার সম্পাদক আনিছুর রহমান। এসময় বিগত দিনের আয় ব্যায় এবং কার্যবিবরন পাঠ করা হয়।
উল্লেখ্য যে, উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে ২০০০ সালে স্থাপিত হয় বন্দকাটি নব দিগন্ত যুব সংঘ (গোল ক্লাব)।
সেই থেকে এ প্রতিষ্ঠানটি সম্পূর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনা পর্যদ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ, ঈদউল ফিতর ও ঈদউল আজহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন, কন্যা দায়গ্রস্থদের সহায়তা প্রদান সহ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।
প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের ভাই হাসপাতালে
কালিগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক জি.এম গোলাম রব্বানির ভাই জি এম গোলাম মোস্তফা রক্তাত্ব জখম হয়ে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় আব্দুল্লাহ মহাজন সহ ৫ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে উপজেলা মলেঙ্গা গ্রামের নওশের আলীর পুত্র আব্দুল হাকিম।
থানায় এবং স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার তেলিখালি মৌজার ৬৯৫/২০১৮ নং দলীলের ৯৬, ১৩২ নং- ক্ষতিয়ানে ৫৬৯, ৮১০, ৫৬৯ ও ৮০৯ দাগে আনুমানিক ৪ বিঘা জমি বর্গাদার হিসাবে থানায় অভিযোগ কারি আব্দুল হাকিম ও তার জামাতা সাংবাদিক গোলাম রব্বানির সহধর জি এম গোলাম মোস্তফা ভোগ দখলিকার ছিলেন। কিন্তু প্রতিপক্ষ একই গ্রামের আজিবর মহাজনের পুত্র আব্দুল্লাহ মহাজন, মৃত গোলাম মহাজনের পুত্র আজিবর মহাজন, মুনসুর সরদারের পুত্র মোমিনুল সরদার গং- পূর্ব পরিকল্পিত ভাবে ৩০ জুন সকাল আনুমানিক সাড়ে ৯ টায় উক্ত সম্পপ্তি জবর দখল করতে এলে দখলিকার গোলাম মোস্তফা সহ তার সাঙ্গীয়রা বাধা দিতে গেলে ব্যাপক মারপিট করে। এঘটনায় গোলাম মোস্তফা মারাত্বক রক্তাত্ব জখম হয়।
বর্তমানে জি এম গোলাম মোস্তফা কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা
বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন
টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল
বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন
বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!
বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন