বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জ কলেজের একাডেমিক ভবনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

কালিগঞ্জ ডিগ্রী কলেজে প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে নবনির্মিত ৪ তালা ভবনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সাতক্ষীরা ভবন নির্মানে ১ কোটি ২৭ লাখ টাকা ব্যায়ে ২০১৬ সালে মেসার্স অরিন এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান খোকা বাবু প্রথম পর্যায়ের ১ ও ২য় তলা ভবন নির্মানের কাজ সম্পন্ন করে। ২য় পর্যায়ে ৩ ও ৪ তালা ভবনের কাজ খুলনা দৌলতপুর মেসার্স সোহাগ ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৭ সালের ২৪ অক্টোবর ভবনের কাজ শুরু করে। যার প্রকল্প মূল্য ছিল ১ কোটি ২০ লাখ ৫ হাজার ৮ শত ২৪ টাকা ৫৫ পয়সা। ভবনটি তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষে আইসিটি সুবিধা সহ নির্বাচিত বেসরকারী কলেজের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নিমিত হচ্ছে। এদিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের স্যানিটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজ সহ বিদ্যামন দ্বিতল একাডেমিক ভবনের ৩য় ও ৪র্থ তালা উর্দ্ধোমুখি সম্প্রসারন কাজ ইতি মধ্যে প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাব কনট্রক্টর আব্দুর করিম জানান। তিনি আরো বলেন এখন ভবনের মোজাহিক বাথরুমের টাইলর্স বসানোর কাজ চলছে। এরপরে ভবনের জানালা দরজার লাগানো ও রং করার কাজ শুরু হবে। কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম জানান অতিদ্রুত কালেজ ভবনের কাজ হচ্ছে এবং কাজটি দেখাশুনা কারার জন্য কলেজের শিক্ষকদের সমন্বয়ে একটি টিম দেখাশুনা করে। তিনি আরো বলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবহ্নত ট্রাক করে ইট, বালু, সিমেন্ট, রড নিয়ে চলাচলের ফলে কলেজ ক্যাম্পাসের ভিতরের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করেন। সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামন এর কাছে মুঠোফোনে কালিগঞ্জ কলেজের ভবন নির্মানের শেষ পর্যায়ের কাজে তাদের উপস্থিতি ও তদারকি না থাকায় জানতে চাইলে তিনি বলেন সাতক্ষীরা থেকে কাজের স্থানে গিয়ে প্রায় দেখাশুনা করি। বিভিন্ন জায়গায় কাজ চলছে সেখানেও দেখাশুনা করতে হয়। এবছরের মধ্যেই বাকী কাজ সম্পন্ন হবে এবং কলেজ কতৃপক্ষের কাছে হস্তন্তর করা হবে। কালিগঞ্জ কলেজের ৪ তলা বিশিষ্ট ভবনটি সম্পন্ন হলে কলেজের শিক্ষার্থীদের ভবন সংকটের সমাধান সহ শিক্ষার গুনগত মান উন্ননে ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বহুতল ভবন নির্মান হওয়ায় কলেজের দৃশ্যের পরিবর্তন হবে।

কালিগঞ্জ উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা সম্পন্ন

কালিগঞ্জ উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত মঙ্গলবার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণের সঞ্চালনায় দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬ষ্ট ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গনিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা বিষয়ের উপর শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহন করে। ভাষা ও সাহিত্যে স্কুল পর্যয়ে কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার ইষা, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শেনীর ছাত্র আকিবুল হক ও কলেজ পর্যায়ের ডিআরএম আইডিয়াল কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সুচিত্রা রানী কর্মকার। দৈনন্দিন বিজ্ঞন বিষয়ে স্কুল পর্যায়ে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেনীর ছাত্র টিএম অরিফিন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র সাকিবুর রহমান, কলেজ পর্যায়ে শিমু রেজা এমপি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র সন্দিপ দাশ, গনিত ও কম্পিউটার বিষয়ে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী শারমিন আহমেদ ইষা, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তৃষা সরকার, কলেজ পর্যায়ে ডিআরএম কলেজের একাদশ শ্রেনীর ছাত্র চন্দন বিশ্বাস, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা বিষয়ে উকশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র আবু ইছা, রতনপুর টিএন বিদ্যাপিঠের ১০ শ্রেনীর ছাত্র মুসফিকুর রহমান ও কালিগঞ্জ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র সাদমান সাদিক খান। উল্লেখ্য উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে।

দক্ষিণ গোবিন্দপুরে সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত

দক্ষিন গোবিন্দপুর হাজি আব্দুল ঢালীর বাড়ীর প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীও ভাব গাম্বির্যের মধ্যে দিয়ে ২৮তম ওরছে পাক পাঞ্জেতন সুন্নি মহা সম্মেলন ৪ এপ্রিল বুধবার বাদ আছর হতে মধ্যে রাত ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ সমাজ সেবক গাজী আনিছুজ্জামান আনিচ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম,জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মালেশিয়া জামে মসজিদের প্রাক্তন ইমাম ও উত্তর ঢাকা আশকোনা জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ আল্লামা ওয়ালিউলাহ আশেকী, বিশেষ বক্তা ছিলেন গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল হযরত মাওঃ আবু তাহের, বিশেষ বক্তা ছিলেন নলতা শাহী মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ আবু সাইদ রংপুরী, কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব বিশিষ্ঠ ইসলামী চিন্তবীদ আলহাজ্ব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি এর সঞ্চালনায় ও আলহাজ্ব শমসের আলী ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় ওরছে পাক পাঞ্জেতন সুন্নি মহা সম্মেলনে দেশ বরেণ্য প্রখ্যাত সুন্নি ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ