রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার (৬৭) আর নেই।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের জানাযা বুধবার বাদ আছর উপজেলার বসন্তপুর ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব সুফী আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাবেক সহকারী কমান্ডার মুনীর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে বসন্তপুরে তার শশুরবাড়ি সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলন

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনসহ জিআর-১৪০/১৮ মামলা এজাহার নামীয় ৩২ অসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। একই সাথে মোশারফসহ অন্য আসামিদের অব্যহত হুমকিতে মামলার বাদিসহ তার আত্মীয়স্বজনরা আতংকে দিন কাটাছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফা কবিরুজ্জামান মন্টু।

লিখিত বক্তব্যে তিনি বলেন- কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ত্রাস, মুখোশধারী সন্ত্রাসী কৃষ্ণনগর গ্রামের ছৈলদ্দিন কাগুজীর ছেলে কেএম মোশারফ হোসেন অবৈধ অর্থ আয় করে আজ কুলি থেকে কোটিপতি হয়েছেন। সে কৃষ্ণনগর ইউনিয়নের সরল সোজা, অসহায় ও নিরীহ মানুষদের মিথ্যে মামলা এবং পুলিশের ভয় দেখিয়ে প্রতিনিয়ত মোটা অংকের চাঁদা আদায় করছে। মোশারফ হোসেনের নেতৃত্বে অন্যের জমি, ঘের ও বাড়ি দখলের ঘটনা ঘটেই চলেছে। তার রোষানল থেকে বাদ যাচ্ছে না স্থানীয় আ’লীগসহ সাধারন মানুষ। ফলে কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দারা বর্তমানে অজনা আতংকে দিনাতিপাত করছে। তিনি আরো বলেন, ফতেপুর গ্রামের সংখ্যালঘু স¤প্রদায়ের মিতালী রানীসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের নেতৃত্বদানকারি মোশারফ হোসেন আজও থেমে নেই।
গত ১৭ জুলাই ভোর ৬টার দিকে তার নেতৃত্ব সন্ত্রাসীরা কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিন রঘুনাথপুর গ্রামের মৃত নিজামউদ্দিন গাজীর ছেলে আবু মালাইকা এর দীর্ঘদিনের দখলীয় বসতবাড়িতে অর্তকিতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে মালাইকা’র ছেলে অদুদ, নাঈম ও জামাতা সিদ্দকুরসহ চারজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও রাম দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতপ্রায় জখমীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে সদ্দকুর ও নাঈম এর অবস্থা আশংকাজনক।
এঘটনায় আবু মালাইকা’র বাদি হয়ে ২০ জুলাই চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনসহ ৩২ জনকে আসামি করে থানা একটি মামলা দায়ের করেন।

মোস্তাফা কবিরুজ্জামান মন্টু অভিযোগ করে বলেন- হত্যা, লুটাপাট, অগ্নিসংযোগ, ঘের দখল, ডাকাতি ও মারপিটসহ প্রায় একডজন মামলার আসামি মোশারফ হোসেনসহ জিআর-১৪০/১৮ মামলা এজাহার নামীয় ৩২ অসামির কাউকে পুলিশ অদ্যবধি আটক করতে পারেনি। অপরদিকে মোশারফ হোসেনসহ অন্য আসামিদের অব্যহত হুমকিতে বাদিসহ তার আত্মীয়স্বজনরা অজানা আতংকে দিন কাটাছে।

তিনি বহুল আলোচিত সন্ত্রাসীদের গডফাদার হত্যাসহ ডজন মামলা আসামি কেএম মোশারফ হোসেনসহ তার দোষরদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কৃর্তপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে কৃষ্ণনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল জলিল, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আবু হোনা বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ