আরো খবর...
কালিগঞ্জে জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রোববার সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।
হোগলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, গোবিন্দকাটি পোল্ট্রি খামার মালিক সমবায় সমিতির সভাপতি দীলিপ কুমার সরকার, সমবায়ী অবকাশ চন্দ্র, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ি, শ্রেষ্ট সমবায় সংগঠক, শ্রেষ্ঠ উদীয়মান সমবায় সমিতি, শ্রেষ্ঠ মহিলা সমবায় সমিতির সম্পাদকদের মাঝে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিক, সূধি ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলেন পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক আশরাফুল ইসলাম, সংঙ্কপুর বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক আলগীর হোসেন, গোবিন্দকাটি পল্ট্রি খামার সমবায় সমিতির সম্পাদক দীলিপ কুমার সরকার, শ্রেষ্ঠ সমবায়ী নাজিম উদ্দিন, আনজুয়ারা খাতুন, সৈয়েদ আসলাম আলী প্রমুখ।
সহিংসতা রোধে ১৬ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
কালিগঞ্জে সহিংসতা রোধে ১৬ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনএ আইডিএর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা‘র আয়োজনে রবিবার (২৫ নাভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানমের সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিষ্ণপুর ইউপি সদস্যা লাইলী পরিভীন, ইউপি সদস্য হামিদা সুলতান, সাবেক ইউপি সদস্য জবেদা খানম প্রমুখ।
২৫ নভেম্বর আর্ন্তজাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস থেকে ১০ ডিসেম্বর ১৬ দিন ব্যাপী জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ কর্মসূচি সারা বিশ্ব ব্যাপী পালন করা হয়।
এটি নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা রোধে একটি আর্ন্তজাতিক ক্যাম্পোইন। নবযাত্রা কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিষয় ভিত্তিক এ কর্মসূচি পালনে ব্যাপক উদ্দ্যোগ গ্রহন করেছে। উক্ত অনুষ্ঠান পরবর্তি নবযাত্রার আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে নবযাত্রার টেকলিক্যাল অফিসার ডালিম খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবযাত্রার জেন্ডার অফিসার লাইলা আরজুমান খানম, উপজেলা কো-অডিনেটর হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বাল্যবিবাহ ও আইন, নবযাত্রা কর্ম-এলাকায় বাল্যবিবাহের চিত্র এবং বাল্যবিবাহের কারণসমূহ, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ভূমিকা বাল্য বিবাহ প্রতিরোধ আইন, বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ কৌশল, বাল্য বিবাহের সাথে নারী নির্যাতনের যোগসূত্র, আন্তর্জাতিক নারীর প্রতি সহিংশতা প্রতিরোধ দিবস সম্পর্কে বিশেষ আলোচনা সভা করা হয়।
মাদ্রাসার সুপারের পিতা আর নেই
কালিগঞ্জ উপজেলার হাজি তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. রমিজউদ্দিনের পিতা খান মুবিবর রহমান আর নেই।
তিনি শনিবার রাত সাড়ে ৯টায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি……….রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা রবিবার ( ২৫ নাভেম্বর) বাদ জোহর গনপতি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ পরিচালনা করেন গোনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাও. রবিউল ইসলাম।
জানাযার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে অংশগ্রহন করেন বিভিন্ন আলেম ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্থরের মুসল্লিগন। এসময় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মাও. আশরাফুল ইসলাম আজিজি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন