রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কালিগঞ্জে আন্তর্জাতিক অটিজম দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কালিগঞ্জে আন্তর্জাতিক অটিজম দিবস উদযাপন উপলক্ষে ডি. আর. আর. এ, এম জে এফ ও সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রাঙ্গন থেকে প্রতিবন্ধিদের অংশ গ্রহনে ৩ টি সংস্থার পৃথক পৃথক র‌্যালী বাহির হয়। র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক অটিজম দিবস ২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক ফারহাদ হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, এম জে এফ বিশেষ প্রতিবন্ধি স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, নলতা ডি আর আর এর প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমুখ।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরন, সাংবাদিক শেখ আবু হাবিব, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আতিকুর রহমান, নলতা ডি আর আর এর এপিটি ইলিয়াস হোসেন, রুহুল আমিন, সুবর্ণ নাগরিক সংস্থার সভাপতি আব্দুস সামাদ, আছের আলী, আবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়, তাদেরকেও শিক্ষা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন কালিগঞ্জ উপজেলায় প্রায় ৫ হাজারের মত প্রতিবন্ধি রয়েছে। তাদেরকে সমাজ সেবা অফিসের মাধ্যমে সরকারী সুযোগ সুবিদা দেওয়া হচ্ছে। যদি কোন প্রতিবন্ধি সরকারী সুযোগ সুবিদার বাইরে থাকে তাদেরকেও আগামীতে সরকারী সুযোগ সবিদা প্রদান করা হবে। তিনি সমাজের সকলকে প্রতিবন্ধিদের পাশে দাড়িয়ে সহযোগীতার আহবান জানান।

আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবসে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা, ডি আর আর এ এবং এম জে এফ ফাউন্ডেশনের প্রতিবন্ধি নারী, পুরুষ, শিশু ও সংগঠনের নেতাকর্মী, সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচ.এস.সি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত

কালিগঞ্জে সরকারী কলেজ ও রকেয়া মুনসুর মহিলা কলেজ কেন্দ্রে এইচ,এস,সি ও সমমানের প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
২০১৮ শিক্ষাবর্ষে এ দুটি কেন্দ্রে উপজেলার ৫টি কলেজ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহনের জন্য নিবন্ধিত হয়। অনুষ্ঠিত পরীক্ষায় সাধারন শাখায় ৮ শত ৩৬ জন ও বিএম শাখায় ২২২ জন পরীক্ষার্থীদের মধ্যে সাধারন শাখায় ৭ জন ও বিএম শাখায় ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
কালিগঞ্জ কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক জিএম ফিকুল ইসলাম। হলসুপার হিসাবে কর্তব্যরত ছিলেন প্রভাষক গোলাম মহিউদ্দিন, অপর কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ছিলেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, হল সুপার ছিলেন প্রভাষক ইন্দ্রজিৎ কুমার মন্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান পরিক্ষা চলাকালিন সমায়ে কেন্দ্র ২ টি পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত পরীক্ষায় নকল মুক্ত পরিবেশে কঠর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ