রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় বিএনপি প্রার্থী হাবিবের গণসংযোগে হামলা, আহত ১০

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হাবিব ও কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান এবং স্থানীয় দুই সাংবাদিকসহ অন্তত ১০জন আহত হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শহীদ মিনার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত অন্যান্যদের মধ্যে সাবেক এমপি হাবিবের ভাগ্নে রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, যুবদল নেতা হাফেজ, ছাত্রদল সাধারণ সম্পাদক তাওফিকুর রহমান সনজু, রায়টার বিএনপি নেতা দন্তু মেম্বর, পৌর কৃষকদলের সভাপতি প্রভাষক বিএম সিরাজের নাম জানা গেছে।
এদের মধ্যে রুবেল, হাফেজ ও অধ্যাপক বজলুর রহমানের অবস্থা গুরুতর।

পেশাগত দায়িত্ব পালনের সময় হামলায় স্থানীয় পত্রিকা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার হেলাতলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ ও দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি তাজ উদ্দিন রিপন আহত হয়েছেন।

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন- ‘তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলা মোড়স্থ নিজ বাড়িতে মতবিনিময় শেষে গণসংযোগে বের হলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপিত ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন ও স্থানীয় যুবলীগের নেতা লাভলুর নেতৃত্বে সন্ত্রাসীরা হেলমেট পরে লোহার রড় ও জিআই পাইপ দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০জন রক্তাক্ত জখম হয়েছে।’

তিনি আরও জানান- ‘আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

তবে, ফিরোজ আহমেদ স্বপন এ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, বিএনপির আভ্যন্তরীন দ্বন্দে এ ঘটনা ঘটেছে।

এদিকে, রাস্তার পাশে দাড়ানো একজন ষাটোর্দ্ধ বয়সী মুরব্বি ব্যক্তিকে হামলাকারীরা ব্যাপক মারপিট করে। দীর্ঘক্ষন অচেতন অবস্থায় রাস্তার পাশে ওই বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে