কলারোয়ায় দীর্ঘদিন পর মঞ্চস্থ হলো যাত্রাপালা, মিশ্র প্রতিক্রিয়া অনেকের
কলারোয়ায় দীর্ঘদিন পরে মঞ্চস্থ হলো যাত্রাপালা।
শুক্রবার রাতে উপজেলা মোড়স্থ কলারোয়া পাইলট হাইস্কুল মাঠের উন্মুক্ত মঞ্চে যাত্রাপালার আয়োজন করে সৌখিন নাট্যগোষ্ঠি।
‘নাঙ্গা তলোয়ার’ নামের ওই যাত্রা পালায় অনেক গুনি যাত্রা অভিনেতা-অভিনেত্রিরা অভিনয় করেন।
দীর্ঘদিন পর যাত্রাপালার ‘আসল’ স্বাদ উপভোগ করেন দর্শকরা। কারণ বর্তমানে নামস্বর্বস্ব ও যাত্রার নামে অশ্লীলতাই বেশি প্রাধাণ্য পায় বিভিন্ন যাত্রানুষ্ঠানে। সেই দৃষ্টিকোণ থেকে শুক্রবার রাতে কলারোয়ায় মঞ্চস্থ হওয়া ঐতিহাসিক এ যাত্রাপালাটি পুরোনো দিনের কথা স্মরণ করিয়ে দেয় অনেককে।
এদিকে চলমান জেএসসি-জেডিসি পরীক্ষার সময় রাতের বেলা মাইকে উচ্চস্বরে যাত্রা অনুষ্ঠান করার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা গেছে অনেকের মাঝে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ বিষয়ে তাৎক্ষনিক মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। মন্তব্য করতে দেখা যায় অনেককে।
রাত পৌনে ১১টার দিকে এ রিপোর্ট লেখার সময়ও যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছিল। রাত ১০টার দিকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান বিপ্লব তাঁর নিজের ফেসবুক পেজে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে স্টাটাস দেন। সেই স্টাটাসে অনেককে আবার লাইক ও কমেন্ট করতেও দেখা যায়। প্রধান শিক্ষক বদরুজ্জামানের স্টাটাসটি হুবুহু নিচে তুলে ধরা হলো:
‘আগামী ১২/১১/২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে গণিত বিষয় এর পরীক্ষা কিন্ত এরই মধ্যে কলারোয়া ফুটবল এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উচ্চস্বরে মাইক ব্যবহার করে কিন্তু প্রসাশনের নাকের ডগায় এমন ঘটানায় কোন উদ্যোগ না থাকায় পরীক্ষার্থীদের চিন্তা না করায় আমরা হতবাক।’
ওই স্টাটাসের কিছু কমেন্টেও নিচে হুবুহু তুলে ধরা হলো:
Abdul Hannan : UNO স্যার/ম্যাডাম তো জানেন পরীক্ষা চলছে, পরীক্ষা কমিটির সভাপতি হিসাবে তাকেই তো ভাবার কথা। আপনার চিন্তার জন্য ধন্যবাদ।
S M Sayedur Rahaman : Examination should be first priority.
চেয়ারম্যান লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ : কাদের আয়োজনে এটা হচ্ছে???? আমাকে আগে জানালে অবশ্যই গান বন্দের ব্যবস্হা করতাম,,।।।
Sumon Debnath : যখন জানতে পারলেন তখন কি বন্ধ করা যেত না?
Krishna Paul : কিন্তু স্যার আমার কথা ভিন্ন।আমি মনেকরি সংস্কৃতি চর্চা একটি সভ্যজাতির জন্য অনেক বেশী প্রয়োজন। সরাবছর পড়ালেখা তো করল,আর কেন, একদিন যদি সে নাপড়ে তাহলে সে পীক্ষায় ফেল করবে?
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার
নজরুল ইসলাম তোফা:: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজনবিস্তারিত পড়ুন
সালমানকে উৎসর্গ করে গাইলেন টুটুল
জনপ্রিয় রেডিও উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল শ্রোতা মহলে আরজে টুটুলবিস্তারিত পড়ুন
সন্তানকে নিয়ে নিউইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা
সন্তানকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলাবিস্তারিত পড়ুন