বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কর্মসংস্থান কর্মসূচির লোক দিয়ে রাজগঞ্জে মেম্বারের বাড়ির কাজ!!

মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের পাঁচ নম্বর (কোমলপুর) ওয়ার্ডের কর্মসূচির লোক মেম্বরের বাড়িতে কাজ করে বলে অভিযোগ উঠেছে। ওয়ার্ডের মেম্বর আব্দুল গফুর কয়েকদিন ধরে কর্মসূচির সাত জন শ্রমিক দিয়ে বাড়ির ধান মাড়াইয়ের কাজ করাচ্ছেন বলে অভিযোগ।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে মেম্বরের নিজ বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা মিলেছে। মেম্বর নিজেও কর্মসূচির শ্রমিক দিয়ে বাড়ির কাজ করানোর কথা স্বীকার করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সূত্র মতে, ৩০ জন শ্রমিক নিয়ে গত মাসের ১৫ তারিখে শুরু হয় কোমলপুর ওয়ার্ডের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ। চার দিন কাজ হওয়ার পর ধান কাটার চাপের কারণে ১৯ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত কাজ বন্ধ থাকে। এরপর আবারও কাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই ওয়ার্ডের মেম্বর আব্দুল গফুর দ্বিতীয় দফা কাজ শুরু হওয়া থেকে কর্মসূচির ৭ জন শ্রমিক দিয়ে নিয়োমিত নিজের ধান কাটা, মাড়াই ও ধান ওড়ানোর কাজ করাচ্ছেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে সরেজমিন মেম্বরের বাড়িতে গিয়ে ৭ জন শ্রমিককে আঙ্গিনায় ধান ওড়ানোর কাজ করতে দেখা গেছে। এসময় গণমাধ্যম কর্মীর উপস্থিতি বুঝতে পেয়ে কাজ ফেলে দ্রুত সরে পড়েন ওই শ্রমিকরা। এদিকে কাজের শুরু থেকে ওই ওয়ার্ডে তিন জন শ্রমিক অনুপস্থিত থাকেন বলে জানা গেছে।
জানতে চাইলে মেম্বর আব্দুল গফুর বলেন, বাড়িতে কাজের চাপ দেখে আজই কর্মসূচির তিন জন লোক ডেকে আনি। কাজ শুরু করাতে পারিনি, তার মধ্যে সাংবাদিকরা এসে পড়ে। সাংবাদিক দেখে শ্রমিকদের কাজের জায়গায় পাঠিয়ে দিয়েছি। মেম্বরের কথার অডিও রেকর্ড ধারণকৃত রয়েছে।

তবে শ্রমিকরা জানান, তাদের মধ্যে চার জন শ্রমিক মেম্বরের বাড়ি কাজ করছিল।

জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার বলেন, বিষয়টি জানতে পেরে মেম্বরকে কয়েকবার ফোন করেছি, সে রিসিভ করেনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে কয়জন শ্রমিক বাড়ি নিয়ে মেম্বর কাজ করাচ্ছিল, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা