শনিবার, অক্টোবর ৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক উদাসীনতা

এমপিওভুক্তির জটিলতায় বেসরকারি ডিগ্রির শিক্ষকরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন ডিগ্রি কলেজের বিষয়ভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিন এমপিও ভূক্ত না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত-নবায়নসহ অন্যান্য সকল শর্ত পূরণ হলেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর বিনাবেতনে পাঠদান অব্যাহত রেখেছেন ডিগ্রির শিক্ষকরা।

দীর্ঘসূত্রিতার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা ও উদাসীনতায় ২বছর যাবত বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানের স্তর (কোড) পরিবর্তনের প্রক্রিয়াটিও।

এছাড়া দেশের সব ডিগ্রি কলেজের বিষয়ভিত্তিক তৃতীয় পদে নিয়োগপ্রাপ্ত কলেজ শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। সরকারের এমপিও সুবিধাবঞ্চিত এসব শিক্ষক বেসরকারি কলেজে চাকরি নিয়ে পড়েছেন বিপাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক নীতি আর এর বিপরীত নীতিতে চলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। এমন দ্বৈতনীতির জালে বন্দি প্রায় ৪ হাজার কলেজশিক্ষক।

জানা গেছে, ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৫৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিগ্রি পর্যায়ে পাঠদান করা প্রতিটি বিষয়ে তিনজন করে শিক্ষকের নিয়োগ দেওয়া বাধ্যতামূলক। এর পর বেসরকারি কলেজ তিন বছরের জন্য অধিভুক্তি নবায়ন করা হয়। এর পর থেকে বেসরকারি কলেজগুলো তাদের ডিগ্রি কোর্স পরিচালনার জন্য প্রতি বিষয়ে দুটি পদ থেকে তৃতীয় পদেও নিয়োগ নেয়। এমন নিয়োগে যাদের চাকরি হয়েছে তারা এখন সরকারের এমপিও সুবিধা পাচ্ছেন না। এর কারণ, সরকারের এমপিও নীতিমালা অনুযায়ী এই স্তরে প্রতি বিষয়ে দুজন করে এমপিওভুক্তি হবে। সুতরাং তৃতীয় পদে নিয়োগপ্রাপ্তরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বছরের পর বছর নামে মাত্র সম্মানী নিয়ে চাকরি করছেন। প্রতিষ্ঠিত বেসরকারি কলেজ ব্যতীত অন্যসব কলেজের শিক্ষকরা অনেকটা বিনা বেতনে চাকরি করছেন।

শিক্ষকদের অভিযোগ, কোনো কোনো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কলেজ ফান্ড থেকে নামে মাত্র সম্মানী ভাতা পেলেও অধিকাংশ প্রতিষ্ঠানে পর্যাপ্ত ফান্ড না থাকার অজুহাতে এসব শিক্ষকের কোনো প্রকার সম্মানীভাতাও প্রদান করা হয় না। এরা সরকারের এমপিওভুক্তির জন্য অপেক্ষা করছেন। নতুন চাকরিতে আবেদনের বয়স শেষ হওয়ায় তারা বাধ্য হয়ে কলেজের চাকরিতে পড়ে রয়েছেন।

এ প্রসঙ্গে ডিগ্রি তৃতীয় শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক প্রভাষক প্রদীপ ম-ল জানান, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো বিভিন্ন বিষয়ে চার সহস্রাধিক শিক্ষক বছরের পর বছর বিনা বেতনে চাকরি করে মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, শিক্ষকদের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক হলেও প্রশাসনের কোনো জটিলতায় তাদের ভাগ্যের বদল হয়নি। ডিগ্রির তৃতীয় পদে নিয়োগকৃত সব শিক্ষকের এমপিওভুক্তির জন্য শিক্ষকরা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।

মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার ইংরেজি প্রভাষক শেখ মো.আলকামুন বাবলু জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত, নবায়ন, শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ, তাদের উত্তীর্ণসহ অন্যান্য সকল বিষয়াদী পূরণ হলেও ডিগ্রির শিক্ষকদের এমপিও ভূক্ত না করা সমীচীন নয়। দীর্ঘসূত্রিতার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতায় গত ২বছর যাবত বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানের স্তর (কোড) পরিবর্তনের প্রক্রিয়াটিও। সর্বশেষ গত ২০১৫সালের প্রথমদিকে মন্ত্রণালয়ের নির্দেশে স্তর পরিবর্তনের প্রক্রিয়া হয়েছিল। তারপর অদৃশ্য কারণে সেটাও বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। তারা শিক্ষা গ্রহণ করে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে চলেও যাচ্ছে। তবু পাঠদানরত শিক্ষকরা বেতন পাচ্ছেন না। এটা সত্যি লজ্জাজনক ও অপমানকর।

প্রভাষক আলকামনু বাবলু আরো অনুযোগের সুরে বলেন, এমনটি চলতে থাকলে ডিগ্রির শিক্ষার্থীরা যেমন উপবৃত্তি পায় তেমনি শিক্ষকরাও বেতন না পেয়ে হয়তো একদিন উপবৃত্তির জন্য দাবি তুলতে পারেন। ডিগ্রি অধিভূক্ত সকল কলেজের ডিগ্রি শাখার শিক্ষকদের এমপিও ভূক্তকরণের জোর দাবি জানিয়ে তিনি বলেন, পরিশ্রম করবো তবুু পারিশ্রমিক পাবো না এটা বড়ই বেমানান।

আমলাতান্ত্রিক জটিলতা সহজ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে উদার হয়ে দ্রুত ডিগ্রির শিক্ষকদের এমপিওভূক্ত করণের দাবি জানিয়েছেন এমনই অনেকে। তাদের প্রশ্ন- যদি বেতন দিতে না পারেন তবে কেন ডিগ্রি অধিভূক্ত করা হচ্ছে?

কচুয়া ডিগ্রি কলেজের ইংরেজি শিক্ষক জয় বলেন, ২০১৫ সালে চাকরিতে যোগদান করি। প্রশাসনের কাছ থেকে শুনে আসছি আমাদেরও এমপিওভুক্তি হবে। এখনো আশায় আছি। কবে আমাদের ভাগ্যে পরিবর্তন আসবে জানি না।

নাম না প্রকাশ করার শর্তে এক শিক্ষক জানান, শিক্ষাজীবনের সর্র্বোচ্চ ডিগ্রি অর্জন করে ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বছরের পর বছর বিনা বেতনে দায়িত্ব পালন করে যাচ্ছি। কোনো শিক্ষক ভালো বিষয়Ñ যেগুলো প্রাইভেট-কোচিং চাহিদা আছে সে বিষয়ে শিক্ষকরা কলেজের বাহিরে পড়িয়ে পরিবার-পরিজন নিয়ে চলছেন। যারা অন্য বিষয়ে শিক্ষক তারা কী করবে? চাকরির বয়স শেষ হয়ে যাওয়ার বাধ্যতামূলক নামকাওয়াস্তে বেতনের চাকরি করছে।

ঝিনাইদহ ডিগ্রি কলেজের এক শিক্ষক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই নির্দেশনার পর বেসরকারি কলেজের গভর্নিং বডি ডিগ্রির প্রতি বিষয়ে দুজনের পর তৃতীয় শিক্ষক পদে নিয়োগ প্রদান করেছেন। এ নিয়োগ নীতিমালায় বলা হয় ডিগ্রি পর্যায়ে প্যাটার্নবহির্ভূত নিয়োগ দেওয়া শিক্ষকদের প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন প্রদান করতে হবে। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। নিয়োগপ্রাপ্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শিক্ষকদের কোনো প্রকার সম্মানীভাতা দেওয়া হয় না।

এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ জানান, ডিগ্রি কোর্স পরিচালনাকারী বেসরকারি কলেজগুলোকে আমরা প্রতিটি বিষয়ে তিনজন করে শিক্ষক রাখার শর্ত দিয়েছি। এটা না হলে ঠিকমতো পাঠদান নিশ্চিত হবে না। এমপিওভুক্তির বিষয়টি সরকারের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয়। এমপিও দেবে কিনা? সেটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

মাউশির কলেজ ও প্রশাসনের পরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা বলেন, সরকার ডিগ্রি কলেজগুলোর প্রতি বিষয়ে দুজন শিক্ষককে এমপিও সুবিধা দিচ্ছে। তৃতীয় পদে যারা নিয়োগ নিয়েছেন তারা এমপিও পাবে, পাবে নাÑ এমনটা নিশ্চিত করে বলা যায় না। তবে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়লে তাদের বিষয়টিও সরকারের দৃষ্টিতে থাকবে। শিক্ষার বাজেটের অধিকাংশ অর্থই ব্যয় হয় শিক্ষকদের এমপিও খাতে। এ ছাড়া এখন প্রধানমন্ত্রীর অনুশাসনে সারা দেশে উপজেলা পর্যায় কলেজ জাতীয়করণ করা হচ্ছে। এভাবেও অনেক প্রতিষ্ঠান শিক্ষকরা সরকারি সুবিধার আওতায় চলে আসবে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী