উর্দ্ধমুখী ঝিকরগাছা বাজার, নিয়ন্ত্রণের তাগিদ সাধারণের
রমজান পূর্ববর্তী সময়ের চেয়ে রমজান চলাকালীন সময়ে ঝিকরগাছায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি লক্ষ্য করা গেছে।
নিয়ন্ত্রণহীন ঝিকরগাছায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের বাজারে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ।
বাজার ঘুরে দেখা যায়- প্রতিকেজি ছোলা ৭৭টাকা, চিনি ৫৮ থেকে ৬৮ টাকা, গোলু ১৬ টাকা, খোলা সয়াবিন তেল ৮৮-৯৫ টাকা, পামওয়েল ৭৫ থেকে ৮০ টাকা, ৩৫ টাকার ময়দা ৪০টাকা, ৩৫ সেমাই ৪০ টাকা, মশুরডাল দেশী ১০০ টাকা, বিদেশী ৬০-৭০ টাকা, মুগডাল ১০০ টাকা, সোলার ডাল ৭৫-৮০ টাকা, মৌসুমি ফল লিচু ১৮০ থেকে ২০০ টাকা কেজি, পাঁকাকলা ৫০-৬০ টাকা কেজি, খেজুর ১২০ থেকে প্রকার ভেদে ৮০০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে।
আঙ্গুর ২৫০-২৬০টাকা কেজি, বেদানা ২২০-২৫০ টাকা, তমমুজ ৪০ থেকে ৫০ টাকা কেজি, প্রতিকেজি আম ১০০-১২০ টাকা। রুই, কাতলা ও মৃগেল বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। চাষের তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি। ইলিশ মাছ ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকায়। এছাড়া ৩/৪ পিচে কেজির জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা কেজি।
মাংসের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেশি মুরগি প্রতিকেজি ৪৫০-৪৭০ টাকা। ফার্মের ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, ফ্রার্মের সোনালী মুরগী ২৫০-২৬০, প্যারেন্স ২৫০ টাকা। গরুর মাংস প্রতিকেজি ৪৮০ থেকে ৫০০ টাকা। খাসির মাংস প্রতিকেজি ৭০০-৭৫০ টাকা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন