শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

উপজেলা নির্বাচন : শ্যামনগরে আ.লীগের কাউন্সিলে জহুরুল হায়দার প্রথম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন -২০১৯ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর জেসি কমপ্লেক্স ভবনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন- “দল ও সরকারের ভাবমুর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবেনা। এমন ব্যাক্তিকে নির্বাচিত করবেন যে দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলে নতুন কোন ব্যক্তি যোগ দিলে তাকে কোন পদে বসানো যাবেনা। আসন্ন উপজেলা নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করতে হবে।’

বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সাবেক এমপি মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের ২৪২জন কাউন্সিলরের মধ্যে ২৩৩ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন এবং ৯ জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলা নির্বাচনে মোট ৭ জন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও বর্ধিত সভার আগেই ১ জন প্রত্যাহার করলে ৬ জনের মধ্যে ভোটের মাধ্যমে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়া বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল হায়দার বাবু পেয়েছে ১১৪ ভোট, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন ৭৮ ভোট, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি.এম শফিউল আজম লেলিন ২০ ভোট, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম মৃধা ১২ ভোট, আনিছাজ্জামান ৫ ভোট ও অসীম জোয়ারদার ৪ ভোট পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, এসময় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগর থেকে অস্ত্র গুলি উদ্ধার ॥ আটক-১
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • শ্যামনগরের গাবুরায় ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ১৪ জেলে অপহরণ!
  • শ্যামনগরে যুবলীগের অনুষ্ঠান শেষে ফেরার সড়ক দূর্ঘটনায় কর্মী নিহত, আহত ২
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার