আসুন! আসুন! মাথা নষ্ট! মাত্র ১০০ টাকায় আকাশ থেকে নেমে আসা ডানাকাটাপরির ঝুমুর ঝুমুর নাচ!
আসুন! আসুন! মাথা নষ্ট! মাত্র ১০০ টাকায় পাবেন আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক ডানাকাটাপরির ঝুমুর ঝুমুর নাচ! যা’ না দেখলে মিস করেবেন মামা এসব চটুল কথার মাইকিংয়ে কান ঝালাপালা হচ্ছে তালাবাসীর। এটি কথিত যাত্রার মাইকিং!
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে কবি সিকান্দার আবু জাফর মেলায় যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য এবং সর্বনাশী র্যাফেল ড্র শেষ হতে না হতেই এবার একই উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে যাত্রার নামে চালানো হচ্ছে অশ্লীল নৃত্য।
৫ দিন ধরে চলমান এই তথাকথিত যাত্রার নামে প্রকাশ্যে চলা নর্তকীদের খোলামেলা দেহ দেখতে ভিড় জমাচ্ছে ওই এলাকাসহ বিভিন্ন এলাকার তরুণ, যুবক এবং মধ্যবয়সী পুরুষরা। এদিকে যাত্রাস্থলে জুয়া এবং লটারি খেলা চালানোর জন্য আয়োজক কমিটি প্রস্তুতি সম্পন্ন করে প্রশাসনের অনুমতি নিতে দৌড়-ঝাপ শুরু করায় সাধারণ মানুষের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার সচেতন একাধিক ব্যক্তি জানান, গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রা পালার নামে শালিখা বাজারে যা চলছে, তাতে পরিবার পরিজনের সামনে মুখ দেখানো দায় হয়ে দাড়িয়েছে। এভাবে চলতে থাকলে একদিকে সামাজিক এবং অন্যদিকে নৈতিকতার চরম অবক্ষয় হবে। মান-সম্মান নিয়ে সমাজে চলাফেরা দায় হয়ে যাবে। সামাজিক পরিবেশ এবং বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য এলাকার সুশীল সমাজ নেতৃবৃন্দ অবিলম্বে এই যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধসহ জুয়া বা লটারির সুযোগ সৃষ্টি না করে দেবার জন্য সাতক্ষীরা জেলাপ্রশাস ও পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য, মুড়াগাছা এলাকার সরকার দলীয় নেতা আল মামুন তাজ’র নেতৃত্বে শালিখা বাজারে চালানো হচ্ছে তথাকথিত যাত্রা! মনিরামপুরের “আনন্দ অপেরা” নামের যাত্রা প্রতিষ্ঠান এখানে যাত্রা মঞ্চ তৈরি করেছে। কিন্তু যাত্রার মঞ্চে নামকাওয়াস্তে যাত্রা চলে আর সারারাত চলে অশ্লীল নৃত্য। আর যুব সমাজকে আকৃষ্ট করে অশ্লীল নৃত্য দেখানোর জন্য দিন থেকে রাত পর্যন্ত মাইকে প্রচার করা হয় রসালো জাতের বচন।
আসুন! আসুন! মাথা নষ্ট! মাত্র ১০০ টাকায় পাবেন আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক ডানাকাটাপরির ঝুমুর ঝুমুর নাচ! যা’ না দেখলে মিস করেবেন মামা। -এ ধরেনর লোভনীয় প্রচারে সাড়া দিয়ে যাত্রা মঞ্চে প্রবেশ করার পর যাত্রা কমিটি আবার মাইকে প্রচার করে- যা’ চাইবেন তাই পাবেন। তবে মোবাইলে কেউ ভিডিও করবেন না। তাহলে কমিটির লোক আপনার মোবাইল কেড়ে নিয়ে আপনাকে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হবে।
দর্শকদের উপর ভিডিও ধারণে এ ধরনের ভয় দেখিয়েই শুরু করা হয় নারীদের নগ্ন নৃত্য। নগ্ন নৃত্যকালে যে যুবক নর্তকীকে টাকা দেয়, সেই যুবককে মন উজাড় করে সব কিছু সপে (!) দিচ্ছে নর্তকীরা।
যাত্রার নামে নর্তকীদের এমন খোলামেলা দেহ দেখতে আর টাকা দিয়ে নর্তকীদের দেহ স্পর্শ করতে দিন দিন সেখানে বিকৃত রুচির দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে ক্ষোভ বাড়ছে সুষ্ঠু ধারার সংস্কৃতিমনা মানুষসহ সচেতন মানুষদের।
এ বিষয়ে জানতে তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে। যে কারণে ওই স্থানে যাত্রার কোন ঘটনা আমার জানা ছিলো না। আপনি আমাকে বলছেন যখন থানায় ও ফাঁড়িতে এখনি জানাচ্ছি। যদি অশ্লীল কিছু ঘটে তবে যেন এখনি পদক্ষেপ নেয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন বলেন, আসলে মেলার অনুমতি নেওয়ার সময় কিন্তু আয়োজকরা বলেন সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অথচ অনুমতি পাওয়ার পরে তারা এধরনের কার্যক্রম করে। আমিও শুনেছি সেখানে যাত্রার নামে নগ্ন নৃত্য হচ্ছে। আমি তাদের খবরও দিয়েছি যদি নগ্ন নৃত্য তারা বন্ধ না করে তবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন