আরো খবর....
আসছে দূর্গাপুজা, বেড়েছে নড়াইলে প্রতীমা শিল্পীদের ব্যস্ততা ।। নিরাপত্তা জোরদার
নড়াইলের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দেবী দর্গা পুজার বাকী প্রায় এক মাস। আর এরই মধ্যে শরতের শুরুতেই মর্তে বাজতে শুরু করেছে দেবী দুর্গার আগমনী বার্তা। অন্যান্য বছরের মতো এবারো মন্ডপে প্রতীমা তৈরিতে নড়াইলের শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। ইতোমধ্যে প্রতীমা তৈরিতে নির্ঘুম সময় পার করছেন পাল পাড়ার মৃৎশিল্পীরা।
প্রতীমা নির্মান শিল্পী জেলার গ্রামের পাল পাড়ার প্রতীমা নির্মাণ শিল্পী রাজিব পালের ছেলে রাজু পাল, একই বাড়ির কিশোর পালের ছেলে বাসুদেব পাল ও একই বাড়ির দেবাষিস পাল জানান, জেলা ও উপজেলায় এ পাল পাড়া হিসেবে তাদের রয়েছে খুব সু-প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যর খ্যাতি। বাপ-দাদার আমল থেকেই তারা বিভিন্ন সময়ে প্রতীমা নির্মাণসহ বিভিন্ন মেলায় খেলনা সামগ্রী ও তৈজসপত্র নির্মান করে আগুনে পুড়িয়েহ হরেক রকমের রং করে তা বিক্রি করে আসছেন। তাদের গ্রামে নির্মান শিল্পী হিসেবে বিপুল পরিবার রয়েছে। এই পরিবারের মধ্যে পুরুষ শিল্পী ও অনেক নারী শিল্পী রয়েছেন। প্রত্যেক পরিবারের নারীদের শিল্প কাজে রয়েছে নিতুন দক্ষতা। তাই পুরুষ শিল্পীদের পাশাপাশি পাল পাড়ার প্রত্যেক নারীরাই মাটির তৈরী শিল্প কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত রয়েছেন। বিশেষ করে প্রতীমার মুখ মন্ডল তৈরীর নিপুন কাজে নারী শিল্পীরা খুবই দক্ষ।
পাল আরও কয়েকজন জানান, এলাকার পরিচিত লোকজনের কারণে এসকল প্রতীমা নির্মানে পারি শ্রমিক কম নিয়ে অন্তত ৫০হাজার টাকা ১০০৫০ হাজার টাকা পর্যন্ত পারি শ্রমিক নেবেন তারা।
শিল্পীরা জানান, শুভ দিন হিসেবে শ্রাবন মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের দিন থেকেই তারা প্রতীমা নির্মাণের কাজে হাত লাগান। এর পর মূল প্রতীমায় মাটির প্রলেপের কাজ করেন মনসা পূজার পর থেকে। পাল পাড়ার শিল্পীরা ইতোমধ্যেই দেবীর প্রতীমা নির্মাণের কাজ শেষ করেছেন। এখন চলছে সর্বশেষ মাটির প্রলেপের কাজ। যাকে বলা হয় দো’মাটি করা। এর পর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন প্রতীমার দৃষ্টি নন্দিত রূপ। তাদের বাড়ির শিল্পীরা জেলা ব্যাতীত, নড়াইলের লোহাগাড়া উপজেলার নড়াইলের কালিয় উপজেলার গ্রামের বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরী করেছেন। সকল প্রতীমার কাজ এখন শেষ পর্যায়ে। এর পর চলবে আলোক সজ্জার কাজ। দিন যত ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে নির্মার শিল্পীদের ব্যস্ততা। মন্ডপে প্রতীমা নির্মাণের সাথে চলছে লোক সমাগমের জন্য স-ুদৃশ্য গেট ও প্যান্ডেল নির্মান। যাতে পুজার সময় করা হবে আলোক সজ্জা।
পঞ্জিকা মতে, ২৮ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে দেবীর আগমনী বার্তা বেজে ওঠবে। ৪ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবীর নবপত্র কল্পারম্ভ ষষ্ঠী পূজা; ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ৫ অক্টোবর সপ্তমী পূজা, ৬ অক্টোবর মহা অষ্টমী পুজা,৭ অক্টোবর নবমী পূজা ও ৮ অক্টোবর দশমী বিহিত পুজা ও দশহরার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপি পূজার অনুষ্ঠান সমাপ্ত হবে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইল জেলাব্যাপী বিভিন্ন মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গা পুজায় যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্ডপ এলাকায় চৌকিদার-দফাদার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটি ও স্থানীয় সেচ্ছাসেবকদের নিয়ে ‘সম্প্রিতি’ কমিটি গঠন করা হচ্ছে। পুজার সময় ৪টি থানার পুলিশের পাশাপাশি প্রতিটি মন্ডপে থাকবে আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্য। মন্ডপের নিরাপত্তা বেষ্টনী তৈরীতে থানা পুলিশের তৎপরতার পাশাপাশি পুজা মন্ডপে র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে অব্যাহত। পূজার ক’দিন নিরাপত্তার চাদরে থাকবে সমগ্র জেলা ও উপজেলার। উল্লেখযোগ্য সড়ক গুলোতে বসানো হবে চেক পোষ্ট ও নির্বিঘ্নে পুজা অনুষ্ঠান সমাপ্ত করতে যা যা করার তাই করা হবে। বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত পুজা মন্ডপ নির্মানের কথা তাদের জানিয়েছেন। এই সময়ের মধ্যে আরও দু’একটি পুজা মন্ডপ বাড়তে কমতে পারে।’
চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার
চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের জেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের ধর্ষকের চাচা ঢাকায় চাকরি করেন। একই গ্রামের মৃত বছির জমাদ্দারের ছেলে শিপন জমাদ্দার (৩৮) রাত ১০টার দিকে তার চাচাকে খুঁজতে চাচার বাড়ি যায়। ঘরে একা পেয়ে শিপন জমাদ্দার এ সময় চাচিকে (২৫) ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিপনকে আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে দিরাগত রাতে ধর্ষিতা বাদি হয়ে নড়াইলের লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জানান ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত লম্পট শিপনকে আদালতে পাঠিয়েছে। লম্পট শিপন ও জিয়াউর রহমান সম্পর্কে চাচা-ভাতিজা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন