রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনির ১০৬ মন্ডপে শারদীয়া দুর্গাপূজার আয়োজন সম্পন্ন

আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ১০৬ মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্নের পথে।
প্রতি বছর আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে বেশ জাকজোমকের সাথে শারদীয়া দুর্গোৎসব পালন করা হয়ে থাকে। এবছরও তার ব্যাত্যয় ঘটেনি। বরং বেশ সাড়ম্বরের সাথে পূজা অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১০৬ টি মন্ডপের মধ্যে ২০ টি ঝুঁকি পূর্ণ এবং ৪টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহন করা হয়েছে। পুলিশ সদস্যরা প্রতিদিন এসব পুজা মন্ডপে টহল দেওয়ার পাশাপাশি পুজা মন্ডপ কমিটির রক্ষনাবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোজ খবর নিচ্ছেন। ১৪ অক্টোবর রবিবার দেবীর বোধনের মাধ্যমে পুজা অনুষ্ঠান শুরু হবে। ১৫ অক্টোবর মহাষষ্ঠী, ১৬ অক্টোবর মহা সপ্তমী, ১৭ অক্টোবর মহাষ্টমী, ১৮ অক্টোবর মহানবমী, ১৯ অক্টোবর দশমী ও যাত্রামঙ্গল, প্রতিমা নিরঞ্জন এবং এর পরদিন শনিবার হওয়ায় রবিবার প্রতিমা বিসর্জনের (কোন কোন স্থানে) মাধ্যমে পুজা সমাপ্তি ঘটবে। এছাড়া বিভিন্ন পূজা মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা বাইচসহ নানা আয়োজন রয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, নর্দান ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পুজা পরিদর্শন, ভক্ত ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন ও পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ আইন শৃংখলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ ও আনন্দঘর পরিবেশে পুজা অনুষ্ঠান সম্পন্নের লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বুধহাটা ইউনিয়ন পরিষদে ভিজিডি’র চাউল বিতরণ
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে ভিজিডি’র চাউল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়নের সকল ওয়ার্ডের ৩৯৭ জন কার্ডধারীকে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। চাউল বিতরন উদ্বোধন করেন, প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল ইসলাম খোকন। এসময় ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, সকল ইউপি সদস্য, আশার আলো এনজিও প্রতিনিধি দীপা বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনি ছাত্রলীগের মিষ্টি বিতরণ
২১ আগষ্ট বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলা মামলার রায় ঘোষিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে আশাশুনি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আশাশুনি বাজারে এ মিষ্টি বিতরন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী মিষ্টি নিয়ে আশাশুনি বাজারের সাধারণ মানুষসহ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মিষ্টিমুখ করায়। এ সময় ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম, মাসুদ রানা, আল আমিন হোসেন, আমান, শাহরুল, মুকুল, ইমদাদ, মনি, চাদ, সজল, তানভির রহমান রাজ, রনি, রাফসান, শামীম, নাইমুর, সাব্বির, মোছেল, পিকুল, বাপ্পী, মিজান প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রলীগ সভাপতি বলেন- এ রায়ের ফলে জাতি কলঙ্ক মুক্ত হল।

অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
কাকসিয়ালি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওদের জন্য পূজার আনন্দ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফাউন্ডেশনের সভাপতি প্রিয়াংকা পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েন হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক মহিত উদ্দিন, অবকাশ কুমার, মনিরুল ইসলাম, হাসানুর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শিমুল হোসেন সহ সংগঠনের সকল মেম্বার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে কিছু তরুণ মেধাবী ছাত্রছাত্রী একত্রিত হয়ে তাদের পড়াশুনার খরচ থেকে কিছু অর্থ জমিয়ে এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করে। এই ফাউন্ডেশনের সেবামুলক কাজগুলোর মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের বস্ত্র প্রদান, শীতে অসহায় ও সুবিধা বঞ্চিতদের কম্বল ও বস্ত্র প্রদান, দুস্থদের ফ্রি বই ও পড়াশুনার জন্য আর্থিক সহায়তা, পূজা উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের বস্ত্র প্রদান ইত্যাদি।

প্রতাপনগরে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার প্রতাপনগরে দুর্যোগ সহনশীল বনায়ন কর্মসূচির প্রকল্প বাস্তবায়়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এনজিও ফ্রেন্ডশিপ এর আয়োজনে লুক্সেমবার্গ এর অর্থ সহায়তায় সামাজিক উন্নয়নের অংশ হিসেবে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। ফ্রেন্ডশিপ এর উপজেলা সিনিয়়র ম্যানেজার মিজানুর রহমানের পরিচালনায় দুর্যোগ মোকাবেলায় চর বনায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ এর টেকনিক্যাল ম্যানেজার মাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, প্রতাপনগর ইউনিয়়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার রিয়াছাত আলী, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ