রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির মোকামখালি স্লুইস গেটে জলাবদ্ধতা

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউপির মোকামখালি সুইচ গেট পানি নিস্কাশনের একমাত্র খাল। এখন পরিনত হয়েছে ক্যালেনে। কয়েক বছর আগে এ খাল দিয়া পানি নিস্কাশন হতো। এখন সেই খালে পলিমাটি ভরাট হয়ে সম্পুর্ন রুপে বন্দ অবস্থায় আছে। এই মুহেত্ত যদি পলি অপসরন করা না হয় তবে র্আও ভয়াবহ রুপ হবে এবছর বতমানে এই এলাকার মানুষের রোপ আমন ধান চাষ হচ্ছে না না পানি নিস্কাশনের না হয়ার কারনে একটু ভারি বৃষ্টি হলে চিংড়ী ঘের গুলি ভেসে গেছে। আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মোকামখালি খাল। এই খালে উপর পাউবোর মোকামখালি সুইচ গেট অবস্থিত। খাল দিয়া ইউনিয়নের ২০গ্রামের পানি নিস্কাশন হয়ে থাকে। কিন্তু বর্তমান সময় সুইচ গেটের মুখ পলি দ্বারা ভরাটের কারনে এ এলাকার জলাবন্ধতার সৃষ্টি পানি নিস্কাশন হচ্ছে না। ডুবে আছে কয়েক হাজার বিঘা ধানের ফসল এ চিংড়ী ঘের বসত বাড়ি প্রতিদিন সুইচ গেট দিয়া পানি উঠার কারনে খালে পলিমাটিতে ভরাট হচ্ছে খান পানি নিস্কাশনের বড় সমাস্যা দেখা দিয়াছে।

এ ব্যাপারে কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান জানান, আমার ইউনিয়নের মানুষের এ খালের কারনে খুব ক্ষতি হচ্ছে। একটু ভারি বৃষ্টি হলে এলাকা পানি নিস্কাশনের কোন পথ না থাকার কারনে জলাবন্ধকা সৃষ্টি হয়ে। এলাকার চিংড়ী ঘের ও ধানের জমি সহ অনন্য ফসল ডুবে একাকার। তার পরে নির্ম্ম এলাকার সাধারন মানুষের বসত বাড়ি ঢুবে মানুষ হচ্ছে ভিঠে ছাড়া। বর্তমানে এলাকার মানুষের বহু ঘর বাড়ি ডুবে আছে। কয়েক বছর আগে কিছু কাজ পানি উন্নয়ন বোর্ড করে ছিলো। কোন লাভ হয়নি। সেই হেতু এলাকার মানুষের বাচানোর স্বার্থে পলি অপসর করে খালটি খননের ব্যবস্থা করা হক। যাহাতে এই সুইচ গেট দিয়া পানি নিস্কাশন হয় এ জলাবন্ধতা নিরশন হয়।এ খালের মধ্যে ঝিকরা তালবাড়িয়া যদুয়ারডাঙ্গা সম্পুর্ন ভরাট হয়ে সমভুমিতে পরিনত হয়েগেছে খালের কোন চিন্থ নেই সেই কারনে একটু একটু ভারি বৃষ্টি হলে এলাকা পানি নিস্কাশনের কোন পথ না থাকার কারনে জলাবন্ধকা সৃষ্টি হয়ে। এলাকার চিংড়ী ঘের ও ধানের জমি সহ অনন্য ফসল ডুবে একাকার।

কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার কাদাকাটি হিন্দুপাড়া যুব সংঘের উদ্যোগে ১৬দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে হিন্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালি স্পোটিং ক্লাব ও কাদাকাটি চয়ন স্পোটিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। উক্ত খেলা আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়া নিধারিত খেলা শেষ হয়। এতে কোন দল কোন গোল করতে না পারায়। টাইপরেকারে মাধ্যমে ৩টি করে গোল করতে দেওয়া হয়।
এতে টেংরাখালি স্পোটিং ক্লাব ২ গোল ্ও কাদাকাটি চয়ন স্পোটিং ক্লাব ৩ গোল করে। কাদাকাটি চয়ন স্পোটিং ক্লাব জয়লাভ করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদাকাটি ইউনিয়নের টেংরাখালি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনরঞ্জন মন্ডল। প্রধান অতিথি হিসাবে এই দৃষ্টি নন্দন খেলা টি উপভোগ করেন কাদাকাটি ইউনিয়নের আ.লীগের সভাপতি চেয়ারম্যান দিপাংকার কুমার সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপির ১২৩ সংরক্ষত মহিলা আসনের মেম্বর শাশ্বতী রানী সরকার, কাদাকাটি ইউনিয়নের মেম্বার হরেকৃঞ্জন মন্ডল, মেম্বার সঞ্জায় কুমার সরকার, ৭ন্ওংয়ার্ডের বর্তমান মেম্বার অমৃত কুমার সানা সাবেক মেম্বার কুমদ রঞ্জন ৮্ওয়ার্ডের বর্তমান মেম্বার গোপাল কুমার সানা, সেচ্ছাসেবক সভাপতি রহুল কুদ্দুস, বিপ্লব কুমার রায়,গ্রাম পুলিশ আজিজুল ইসলাম,শহিদুল ইসলাম কাকু।

খেলা শেষে পুরুস্কার বিতরন করেন করা হয়।

চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রীজ বিজিত দলকে একটি কালার টেলিভিশান পুরুস্কার দেয়া হয়।

খেলা পরিচালনা করেন মাসরুফুল আলম সাজু সহকারি শ্যমল রায় শাওন।

খেলার ধারা ভাষ্য ছিলেন আশাশুনি উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি আব্দুস সোহবান।

সার্বিক সহযোগীতায় ছিলো কাদাকাটি হিন্দুপাড়া যুব সংঘের সদস্য বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ