আরো খবর...
আশাশুনির বুধহাটা বাজারের সড়ক ব্যবসায়ীদের দখলে!!
আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজারের অভ্যন্তরিন সড়কগু–লো ব্যবসায়ীদের অবৈধ দখলে থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাজারের ছবি দেখলে মনে হয় অবৈধ দখল রোধে দেখার কেউ নেই।
বাজারটিতে প্রতিদিনি হাজার হাজার মানুষের আগমন ঘটে থাকে। বাজার অভ্যন্তরের সড়কগুলো পথচারী চলাচল ও ছোট যানবাহন চড়ে ক্রেতা-বিক্রেতাদের যাতয়াতের কথা। সাথে সাথে দোকানের মালামাল বহনের জন্য ব্যবাহারের কথা। কিন্তু সড়কগুলো অবৈধ দখল নিয়ে ব্যবসায়ীরা পথের মধ্যে দোকান বসানোয় পথচারী ও যানবাহন ঢোকানো সম্ভব হয়না।
আবার অতিকষ্টে যানবাহন প্রবেশ ও পথচারী চলাচল করতে গেলে শুরু হয় ভয়াবহ জট। ফলে দীর্ঘক্ষণ যানবাহন আটকা পড়ে থাকে এবং পথচারীরা খুবই কষ্টকর পরিস্থিতির মোকাবলা করে থাকেন। বাজারের প্রায় সকল সড়ক বা গলিপথে সড়ক অবৈধ দখলের নজির থাকলেও সবচেয়ে পীড়াদায়ক হয়ে দেখা দিয়েছে, বাস স্ট্যান্ড হতে স্কুল সড়ক হয়ে নীমতলা মোড় থেকে খেয়াঘাট পর্যন্ত, নীমতলা থেকে কাঁচা বাজার পর্যন্ত, কাঁচা বাজার থেকে গাজী মার্কেটের মোড় পর্যন্ত এবং খেয়াঘাট মোড় থেকে গরুহাট খোলা সড়কের আগ পর্যন্ত। এসব সড়কে ফলফলাদির দোকান, পোল্ট্রির দোকান, আখের দোকান, ভাজার দোকান, পোশাকের দোকান রয়েছে। এসব দোকান কোন কোনটি একেবারে সড়কের মাঝ খানে, কোন কোনটি সড়কের এক পাশের অংশ বিশেষ দখল নিয়ে এবং কোন কোনটি ফুটপথ দখল নিয়ে বসানো হয়েছে। দোকানে রৌদ্র-বর্ষার হাত থেকে রক্ষা পেতে পলিথিন বা অন্য কিছৃু দিয়ে ছাউনি দেওয়া ও দড়ি দিয়ে বেধে রাখায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক জানান- অবৈধ দখল মুক্ত করতে অনেক ভাবে চেষ্টা করা হয়েছে, আইন শৃংখলা কমিটির সভায় উত্থাপন করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাজারটিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু দোকানের উপর দিয়ে পথ বন্দ করে পলিথিন ছেয়ে রাখায় সিসি ক্যামেরায় ছবি ধারণ সম্ভব হয়না। ফলে চোর ধরা ও আইন শৃংখলা রক্ষা করা সম্ভব হচ্ছেনা।
এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও এলাকাবসাী।
কৃষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আশাশুনিতে ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কলা কৌশলে কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ৫ দিনের এ প্রশিক্ষণ উদ্বোধন করা হচ্ছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক আলহাজ নুরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, ইউডিএফ দেবু বিশ্বাস ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান।
উপজেলার ১১ ইউনিয়নের ৪০ জন কৃষক অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করছেন।
তুয়ারডাঙ্গায় বীজতলা মই দিয়ে বিনষ্টের অভিযোগ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বিলে মই দিয়ে বীজতলা বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
তুয়ারডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধ্ াশামছুল হুদা, মানিক সরদার, ছালাম সরদার, তেজারত আলি ও গদাইপুর গ্রামের রেজাউল ইসলামসহ ১০ কৃষক তুৃয়ারডাঙ্গা মৌজায় বীজতলা দিয়েছিলেন। এসএ ৩৯১, ৩৮২ ও ৪০৩ নং খতিয়ানে, ডিপি ২৫৮৯, ১২৫৯, ১০৬৪, ১০৬৩, ২৬২৬ ও ২৫৯১ নং দাগে প্রায় ২৯ একর জমিতে ধান চাষের জন্য তারা প্রমানমত জমিতে বীজতলা করে ধান বীজ ফেলেন ৫/৬ দিন আগে।
স্বাক্ষী জাকির হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ২৯টি মামলার আসামী ও জামাত-শিবিরের সক্রিয় সহযোগি মেম্বার আনারুলের নেতৃত্বে রাকিব, ফারুক, আলী, হাফেজ মোল্যা, আহাদ মোল্যাসহ তাদের সহযোগিরা উক্ত বীজতলা ক্ষেতে গিয়ে মই দিয়ে নষ্ট করতে থাকে। তিনি ডাকচিৎকার দিলে অন্য স্বাক্ষী রফিক মোল্যা, হারুন মোল্যা, আল-আমিনসহ অন্যরা সেখানে উপস্থিত হলে নষ্টকাজে নিয়োজিতরা দ্রুত কেটে পড়ে। রবিবার সকালে এসআই নয়ন চৌধুরী ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন