শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির কয়েকটি খবর (৩ নভেম্বর’১৮ইং)

জেলহত্যা দিবস পালন

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আশাশুনিতে শোক র‌্যালী, শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষকলীগ কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষকলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে শহীদ ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, জেলা কৃষকলীগের কৃষি ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আঃ আলিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিলাল সরকার, যুবলীগ নেতা এম এম সাহেব আলি, ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, তরুনলীগ সাবেক সভাপতি ওমর সাকি পলাশ। সভায় ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, সাবেক মেম্বার অহেদুর রহমান, যুবলীগ কাদাকাটি সভাপতি আসিফ ইকবাল রিপন, বুধহাটা শ্রমিকলীগ সভাপতি হাতেম আলি, যুবলীগ নেতা এজদান আলি, শোভনালী কৃষকলীগ সভাপতি আক্কাছ আলি গাজী, বড়দল ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবু, কৃষকলীগ মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা খাতুন তমা প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি এবিএম মোস্তাকিম জাতীয় ৪ নেতার হত্যাকারীদের ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

কৃষকলীগ

আশাশুনি উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় ৪ নেতার জেল হত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার উপজেলা কৃষকলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সভায় জেলা কৃষকলীগ সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহিতুর রহমান, জেলা কৃষকলীগ শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আঃ আলিম, যুবলীগ নেতা আঃ আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমিকলীগ

জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা শ্রমিকলীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আহসান উল্লাহ, তারিকুল ইসলাম, সুজন, শরিফুল মিস্ত্রী, বাবু, বিল্লাল, বাবলু, শাহিনুর, আলিম সেখ, মেছের আলি প্রমুখ। সভায় বক্তাগন শহীদ ৪ জাতীয় নেতার হত্যাকান্ডের তীব্র সমালোচনা করে অবিলম্বে হত্যকারীদের ফাঁসি কার্যকর করার আহবান জানান।

স্বেচ্ছাসেবকলীগ

দিবস উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জ্যেষ্ঠ উপদেষ্টা ঠিকাদার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর সভাপতি সমীরণ কুমার বাইন, বুধহাটা সভাপতি বাপ্পী, কুল্যা সভাপতি আবু হাসান, মঞ্জুরুল ইসলাম, খোকন চন্দ্র মন্ডল, বাবুল আক্তার, কামরুজ্জামান, দিলীপ কুমার মন্ডল, গোপাল মন্ডল, আঃ হান্নান, মিজানুর রহমান প্রমুখ। বক্তাগণ, জেল হত্যা মামলায় বিচার হলেও বিদেশে পলাতক ১০ আসামীকে দেশে এনে অবিলম্বে ফাঁসিতে ঝুলানোর জন্য জোর দাবি জানান।

কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা

আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান, এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হোসেন, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল হক, অরবিন্দু কুমার, প্রতাপ কুমার মন্ডল, রামকুষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম হোসেন, মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানে পোকামাকড়ের আক্রমন প্রতিরোধ ও অবস্থা সম্পর্কে খেয়াল রাখা, শীতকালীন সবজী চাষের খোজখবর, প্রনোদনা তালিকা প্রনয়ন সম্পর্কে আলোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বুধহাটা ইউনিয়ন সৈনিকলীগের কমিটি গঠন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মহানন্দ মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পত্রে জানাগেছে, আমিনুর রহমানকে সভাপতি, শিবপদ চক্রবর্তী, মিজানুর রহমান ও আসলাম হোসেনকে সহ-সভাপতি, শাহীন হোসেনকে সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন ও হাকিমকে যুগ্ম সম্পাদক, ঝন্টু বিশ^াসকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বুধহাটা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দফন

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ময়জুদ্দিন সানাকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মরহুমের দাফন করা হয়।
গদাইপুর গ্রামের মৃত সাকা উদ্দিন সানার পুত্র বীর মুক্তিযোদ্ধা ময়জুদ্দিন দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দিবাগত রাত্র ১১.৩০ টার দিকে সাতক্ষীরার বাসায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার গদাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসআই সৈয়দ আহম্মদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জেলা কমান্ডের প্রাক্তন সদস্য আঃ করিম, সাবেক সহকারী কমান্ডার নাজিম উদ্দিন, ইউনিয়ন কমান্ডার ইবাদুল মোল্যা, মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, আঃ রশিদসহ এলাকার জন প্রতিনিধি, আলেম, হাফেজ, হাজী, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ