রবিবার, অক্টোবর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির আওয়ামীলীগ নেতা রমজান আলীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনির রাজাকার পরিবার কর্তৃক অবৈধভাবে জমি দখল করতে না পেরে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের বাসারত সানার ছেলে মোঃ রমজান আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বুধহাটা ইউপির ৮নং ওয়ার্ড আ’লীগের সহ-সাধারণ সম্পাদক। আমার পিতা বাসারত সানা পাইথালী মৌজায় সাড়ে ৮ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছিলেন। ওই ঘেরে ৮ জন মালিকের ৩ বিঘা ২৭ শতক জমি রয়েছে। বাকী সম্পত্তি খাস। যা দীর্ঘদিন ধরে আমাদের দখলে রয়েছে। কিন্তু স¤প্রতি ওই জমির উপর নজর পড়ে একই এলাকার চিহ্নিত রাজাকার ও জামায়াত নেতা আনিসুর রহমানের ছেলে তারিকুল ইসলাম ও মৃত. রশিদ সানার ছেলে শরিফুল সানার। তারা অবৈধভাবে উক্ত সম্পত্তি দখলের জন্য পায়তারা শুরু করে। ওই ঘেরে তাদের নিজস্ব কোন জমি নেই। এরই জের ধরে তারিকুল ও শরিফুল স্থানীয় পুলিশ প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার পিতার নামে একটি মিথ্যে রাজনৈতিক মামলা দায়ের করে। এছাড়া তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। তাদের ভয়ে আমি ও আমার পিতা বাড়ি ছাড়া থাকায় গত কয়েদনি আগে শরিফুলের স্ত্রী রিপা খাতুন বাড়িতে গিয়ে আমার মা, স্ত্রী ও শিশু কন্যাকে প্রাণ নাশের হুমকি দেয়। এসময় রিপা মোবাইল ফোনে আমার কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে সেও আমাকে হুমকি ধামকি দেয়। যা আমার মোবাইলে সংরক্ষিত আছে। অথচ গত শুক্রবার আশাশুনি রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে তরিকুল বলেছে, আমরা নাকি হুমকি দিয়েছি। আমার পিতার বিভিন্ন অপকর্মের হোতা। প্রকৃত পক্ষে আমার পিতা একজন নিরীহ অরাজনৈতিক ব্যক্তি।

তিনি অভিযোগ করে বলেন, তরিকুল ও শরিফুল এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। এলাকায় তাদের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তরিকুলের বাবা আনিসুর রহমান ও মামা শামছুর রহমান রাজাকার ছিলো। তারা হিংস্র প্রকৃতির হওয়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আ’লীগ নেতা হয়েও জামায়াত-শিবিরের লোকদের ভয়ে অমি বাড়ি ছেড়ে ৪/৫ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছি। তিনি তার পিতা বাসারত সানাকে মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি দেয়ার পাশাপশি উক্ত জামায়াত-শিবির ক্যাডারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইউনিয়ন, উপজেলা ও জেলা আ’লীগ এবং সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ