বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির কিছু খবর

আশাশুনিতে ৩ দিনের ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনিতে বৃক্ষরোপন আন্দোলন ও ফলদ বৃক্ষমেলা- ২০১৭ এর উদ্বোধন কল্পে র‌্যালী, উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১ম তলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান, জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকলীগ আহবায়ক স ম সেলিম রেজা সেলিম ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পিআইও সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, প্রেসক্লাব সেক্রেটারী জি এম আল-ফারুক, যুগ্ম সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, এস এম আহসান হাবিব, এম এম সাহেব আলি, আকাশ হোসেন, তোতা, ফাইম-নাইম নার্সারী তত্ত্বাবধায়ক অহেদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ লাল কুন্ডু প্রমুখ।
আলোচনা সভা শেষে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে লাল ফিতা কেটে ৩ দিনের বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এখানে ৩২ টি স্টলে নার্সারী মালিকরা বিভিন্ন জাতের আমের চারা বিক্রয় করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্র ৯ টা পর্যন্ত মেলায় স্টল সমুহ খোলা থাকবে।

ডা. মোখলেছ হাসপাতালে, দোয়া কামনা
সাতক্ষীরা-৩, আশাশুনি আসনের সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান পিত্তথলিতে পাথর অপারেশনের জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার (কলেঃ স্কুল গভঃ বডি সভাপতি) সফল অপারেশন ও দ্রুত সুস্থতা কামানা করে সোমবার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে দোয়ানুষ্ঠান করা হয়েছে। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওঃ আবুল কালাম। তার রোগমুক্তি কামনা করেছেন কলেঃ স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনসহ সকল শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সদস্যবৃন্দ।

আগরদাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ১ম সভা
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি প্রভাষক আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় প্রধান শিক্ষক আব্দুস সবুর, সদস্য আঃ ছাত্তার, সাধন চন্দ্র ঘোষ, রিনা রায়, মইনুল ইসলাম, আঃ আলিম, ইবাদুল সরদার, রোজিনা বেগম উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতভাবে আঃ সালাম সরদারকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়।

আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের সভা
আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আহছান উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ফিল্ড অফিসার হাসানুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন মডেল কেয়ারটেকার মহিউদ্দিন। সভায় উপজেলার সকল মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক গণ-শিক্ষা কেন্দ্রে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গণ-শিক্ষা কেন্দ্রের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।

খাজরায় ফলজ গাছের চারা বিতরন
বাংলাদেশের উপকুলীয় এলাকার বিপদাপন্ন জনগোষ্ঠীর এবং প্রতিষ্ঠান সমুহের দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুকি হ্রাস, জীবিকা রক্ষার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আশাশুনিতে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় গদাইপুর জেহের আলি হাই স্কুল মাঠ এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে রেজিনিয়েন্স প্রকল্পের আওতায় এ চারা বিতরন কার্যক্রম পরিচালিত হয়। খাজরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তম কুমার মন্ডল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩৩০টি উপকারভোগি পরিবারের মধ্যে ১২টি করে গাছের চারা বিতরন করেন। এসময় কনসার্ন টেকনিক্যাল অফিসার হাসিনা নিয়াজি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিক, সুশীলনের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মেদ, আঃ সাত্তর সরদার, ইউপি সদস্য হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়দলে গরু চুরির কয়েকমাস পর অভিযোগ!
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের হেতাইলবুনিয়া গ্রামে গরু হারিয়ে যাওয়ার কয়েক মাস পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আনুলিয়া ইউনিয়নের চেচুয়া গ্রামের আবু বক্কর গাজী তার দু’টি গরু বড়দল ইউনিয়নের হেতাইলবুনিয়া গ্রামের বিপিনের কাছে পালতে দিয়েছিলেন। যার মধ্যে একটি গাভী গত বৈশাখ মাসে বিলে গরুর গোট থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও গরুর হদিছ মেলেনি। গরুর মালিক তখন থানা-পুলিশে কোন অভিযোগ না করে তিন মাস পরে অভিযোগ করেন। এতে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
গরু পালনের কাজে নিয়োজিত বিপিনের স্ত্রী সাংবাদিকদের জানান, তারা ১০ বছর যাবৎ গরু পালনের কাজ করছেন। তাদের পালে ২০টি গরু ছিল। প্রতি মাসে গরু পিছু ১৫০ টাকা করে মজুরী পায় তারা। ৭ বৈশাখ রাতের আঁধারে কে বা কারা গরু নিয়ে গেছে তা তারা জানেনা বা কাউকে সন্দেহ করেননা। চুরির ঘটনার পর আবু বক্কর তার অন্য গরু ও বাছুর নিয়ে গেছেন বলে তিনি জানান।
তদন্ত কর্মকর্তা এসআই আঃ রাজ্জাক জানান, অভিযোগ পাওয়ার পর যথাযথ তদন্ত করে দেখা হয়েছে কিন্তু চুরি যাওয়া গরু উদ্ধার বা চোর শনাক্ত করার মত কোন ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ