আশাশুনিতে হাতির চাঁদাবাজি অপ্রতিরোধ্য, পথচারীরা নাজেহাল
হাতি বৃহদাকার প্রাণি হিসাবে দর্শনার্থীদের কাছে কৌতুহলের বিষয় হিসাবে জনপ্রিয়। সেই হাতি যদি হাতেকাছে উপস্থিত হয় তাহলে দর্শনার্থী মানুষের উপচে পড়া ভিড় হবে সে কথা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু চাঁদাবাজির যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠলে বিড়ম্বনার অন্ত থাকেনা।
আশাশুনির মানুষ উৎসাহ নিয়ে হাতি দেখার খেই হারিয়ে ফেলেছে। যন্ত্রনার আধিক্যতায় ছটফট করছে। প্রতিদিন সকালে বুধহাটা থেকে একটি বড় হাতি বের হয়ে সড়কে সড়কে ঘুরছে। রাস্তার উপরে সকল প্রকার যানবাহন থেকে শুরু করে পথচারীদেরকে আটকে রীতিমত চাঁদাবাজী করা হচ্ছে। কখনো কখনো বাড়ির ভিতরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান হচ্ছে। রাস্তার উপর দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ২/৫ টাকা দিলে মাউতের বিশেষ সংকেতে হাতি শুঁড় দিয়ে ছুড়ে ফেলে দিয়ে থাকে। ভয় দেখিয়ে থাকে। বাধ্য হয়ে ১০/২০/৫০ টাকা হাতির মুখে তুলে দিয়ে নিস্কৃতি পাচ্ছে। অনেকে হাতির অকস্মাৎ আচরণে ভীত সন্ত্রস্থ হয়ে পড়ছে। কেউ কেউ হতির আচমকা হুংকারে অসুখে ভুগছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানাকে অবহিত করা হলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং প্রতিদিন হাতির অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে এলাকাবাসী। শনিবার শোভনালী, আশাশুনি সদর ইউনিয়ন হয়ে আশাশুনি-বুধহাটা সড়ক ধরে এই অত্যাচার চলেছে। অপ্রতিরোধ্যই থাকবে কি হাতির অত্যাচার? এ প্রশ্ন চাঁদাবাজি ও অত্যাচারের শিকার সর্বস্তরের মানুষের।
গোয়ালডাঙ্গা মাদরাসায় শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আশাশুনি উপজেলার বড়দলে শান্তি-সম্প্রীতিময় সহিষ্ণু সমাজ গঠনে উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসাবে সম্পৃক্তকরনে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোয়ালডাঙ্গা জেডিকেএফ শুক্কলিয়া দাখিল মাদরাসা হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদরাসার সুপার মাওঃ আব্দুল আহাদ। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, অগ্রগিত সংস্থার মাস্টার ট্রেইনার আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও মাষ্টার ট্রেইনার সফিউল হক। শিক্ষকদের পক্ষে মাওঃ মুজিবুল হক বক্তব্য রাখেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অগ্রগতি সংস্থা আশাশুনি উপজেলা কর্মকর্তা তওহিদুজ্জামান তওহীদ। গ্লোবাল কমিউনিটি ইনগেজমেন্ট রেজিলিয়েন্স ফান্ড এর অর্থায়নে, সিএসএম এর সুপারভিশনে, রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে ৩০ জন ছাত্রছাত্রী ও ৩ জন শিক্ষক অংশ গ্রহন করেন। সামাজিক সহিষ্ণুতা এবং শান্তি-সম্প্রীতি নিশ্চিতকরনে যেকোন ধরনের সহিংস উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসেবে তরুন-যুবদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শ্রীউলায় মৎস্য ঘেরের বাসা আগুনে পুড়ে ভস্মীভূত
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া বিলে মৎস্য ঘেরের বাসায় আগুন দিয়ে ভস্মীভূত করার অভিযোগ পাওয়া গেছে। এতে ২০/২৫ হাজ্রা টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
নাকতাড়া গ্রামের মৃত জবেদ আলি হালদারের পুত্র আঃ হাকিম লাঙ্গলদাড়িয়া মৌজায় ৮ বিঘা জমি ডীড নিয়ে মৎস্য ঘেরে মাছ চাষ করছেন। ঘের পাহারার জন্য একটি বাসাঘরও নির্মান করা হয়। ঘেরের পাশ্ববর্তী মৃত বাবর আলি গাজীর পুত্র মুজিবরদের কিছু হাঁস ও ছাগল ঘেরে গিয়ে ক্ষয়ক্ষতি করে থাকে। বারবার নিষেধ করলেও কাজ হয়নি। গত বুধবার একই ভাবে ঘেরে তাদের ছাগল ও হাঁস গেলে ঘের মালিক তাদেরকে ডেকে হাঁস ও ছাগল আটকাতে বলেন। তখন তারা বাড়ির পাশে ঘের করেছ, হাঁস-ছাগলের জ্বালা সহ্য করতে হবে বলে হকিয়ে দেয়া হয় এবং এনিয়ে কথাকাটাকাটি হয়। শুক্রবার রাতে ঘেরের বাসায় কেউ ছিলনা। এ সুযোগে কে বা কারা ঘেরের বাসায় আগুন লাগিয়ে দেয়। পার্শ্ববর্তী লোকজন মোবাইলে খবর দিলে রাত ১১.৩০ টার দিকে ঘের মালিক স্থানীয় গ্রাম পুলিশ শিবপদ গাইনকে সাথে নিয়ে ঘেরে গিয়ে দেখেন সম্পূর্ণ বাসা ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলকে জানান হয়েছে।
আশাশুনিতে মাদক সহ আটক প্রতাপনগরের জহুরুল
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গেস্খফতার করেছে । শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে ।
এসআই আব্দুর রাজ্জাক প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে অভিযান চালিয়ে শফিউদ্দীন সরদারের পুত্র মাদক ব্যবসায়ী আমিনুর গাজীর বাড়ীর সামনে থেকে একই গ্রামের হাতেম গাজীর পুত্র জহুরুল ইসলাম (৩০) কে আটক করেন। এসময় তার দেহ তল্লাসি করে ৭৫ গ্রাম গাঁজা ও ৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৮(০৮)১৭ নং মামলা দায়ের করা হয়েছে।
আশাশুনিতে কপোত-কপোতি আটক
আশাশুনি উপজেলার আনুরিয়া ইউনিয়নের গরালি গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কপোত-কপোতিকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে।
রাজাপুর গ্রামের এবাদুল সানার কন্যা স্বামী পরিত্যক্তা সালমা খাতুন (২০) শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামের মজিবর গাজীর পুত্র এক সন্তানের জনক হাবিবুর (২৬) ভাটায় কাজ করতো। এক পর্যায়ে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিভিন্ন সময় তারা অবৈধ মেলামেশা করলেও ধরা পড়েনি। শুক্রবার রাতে তারা গরালী বাজারের পাশে জনৈক সুজন শেখের মাছের ঘেরের বাসায় অসামাজিক কাজে লিপ্ত হলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। এসআই আব্দুর রাজ্জাক তাদেরকে থানা হেফাজতে নিয়েছেন। ধৃতদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনিতে প্রতিবন্ধী সনাক্তকরণ প্রশিক্ষণ
আশাশুনিতে প্রতিবন্ধী সনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
লিলিলিয়েন ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে এবং ডিআরআরএ এর সহযোগিতায় শোভনালী ও আশাশুনি সদর ইউনিয়নের ২০ জন স্বাস্থ্য কর্মী, ডিপিও সদস্য এবং উন্নয়ন কর্মী এর সাথে ২ দিন ব্যাপি “প্রতিকরণ ও প্রতিরোধ” প্রতিবন্ধী সনাক্ত বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জি। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করছেন ঢাকা থেকে আগত ফিজিক্যাল থেরাপিষ্ট ডাঃ মোঃ আখসাফুল ইমাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন