আরো খবর...
আশাশুনিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক এমপির কর্মব্যস্ত কর্মসূচি
বড়দল ব্রীজ উদ্বোধন করলেন এমপি রুহুল হক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপ আমাদের ভবিষ্যৎ, সেই রূপ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। নদীর তলা দিয়ে সড়ক, উড়ান সড়ক, পাতাল রেল থেকে শুরু করে অনেক কিছুর কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য সেবা দোর গোড়ায় পৌছে দেওয়ার পাশাপাশি বড়বড় হাসপাতাল নির্মান করে বিশ^মানের সেবার দার উন্মোচন করা হচ্ছে। অবিলম্বে ১০০% বিদ্যুৎ সম্পন্ন হবে। শিক্ষিত বেকারদের বাড়ি থেকে ডেকে নিয়ে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ট্রেনিং ও ৬০০০ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। কাজে ফাকি না দিয়ে তাদেরকে নিজের ও দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাহলে ভবিষ্যতে দেশে-বিদেশে কাজ করার উপযুক্ত সক্ষমতা অর্জন করা যাবে।
তিনি বিএনপি-জামাতের সমালোচনা করে বলেন, তারা কমিউনিটি ক্লিনিক বন্দ করে দিয়েছিল কিন্ত শেষ রক্ষা করতে পারেনি। তারা মানুষের প্রতি অত্যাচার, মানুষ পুড়িয়ে মারা, গাছ কাটা, রাস্তা কাটার সংগ্রামে বিশ্বাসী। তাদেরকে আর ক্ষমতায় আসতে দিলে হবেনা। তারা ২৭ বছরে যা করতে পারেনি, আওয়ামীলীগ সরকার ৮ বছরে তার বহুগুণ বেশী কাজ করেছে। তারা আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সকল অপচেষ্টা যেমনি ভাবে নস্যাৎ করা হয়েছে, ডিসেম্বরের নির্বাচন বন্দের ষড়যন্ত্র ঠিক সেভাবেই মাঠে মারা হবে। উপজেলার বড়দল কপোতাক্ষ নদের উপর নব-নির্র্মীত ব্রীজ উদ্বোধন কালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার বিকালে ব্রীজের উপর এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুমার কুন্ডু, সওজ এর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, আশাশুনি থানার অফিসার্স ইন চার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, আলহাজ শাহ নেওয়াজ ডালিম।
চেয়ারম্যান আঃ আলিম মোল্যার সভাপতিত্বে ও সাংবাদিক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিকলীগলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সেক্রেটারী বিপুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, সেক্রেটারী আঃ রহমান ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফলক উন্মোচন করে সেতৃ এবং পৃথক ফলক উন্মোচন করে এক সাথে ৫২টি প্রকল্পের উদ্বোধন করেন। সেতৃটি নির্মানে ব্যয় হয়েছে ১৯ কোটি ৮০ লক্ষ টাকা।
জাতীয় যুব দিবস পালিত
আশাশুনি জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিগত ২৩ বছরে যে উন্নয়ন হয়নি গত ১০ বছরে তার তিন গুন উন্নয়ন হয়েছে। যা সারা বাংলাদেশে শহর ও গ্রামে দৃশ্যমান। এদিন প্রধান অতিথি আশাশুনি উপজেলা সদরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নির্মানাধীন ফায়ার ব্রিগেড অফিস, আশাশুনি সরকারি কলেজের বহুতল ভবন, মহিলা কলেজের বহুতল ভবন, মানিকখালী সেতুর সংযোগ সড়ক, কপোতাক্ষ নদের উপর নির্মিত বড়দল ব্রীজসহ তার সংসদীয় নির্বাচনী এলাকায় প্রায় ৫২ টি প্রকল্পের উদ্বোধন করেছেন বলে জানাগেছে।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিনন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক স্বাগত বক্তব্যে উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকান্ড তুলে ধরেন। সাংবাদিক অসীম চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ¦ ডাঃ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, প্রজন্মলীগের সভাপতি মুর্শীদ আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, ছাত্রনেতা মিজানুর রহমান, আব্দুল আলিমসহ বিভিন্ন দফতরের প্রধানগন।
পশুর খাবার উৎপাদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
আশাশুনিতে গবাদি পশুর খাবার উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
এসময় আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান আলোচনা রাখেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জনকে নিয়ে দুদিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধে ভোগান্তি
আশাশুনি উপজেলার বুধহাটায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারী অধিকাংশ ব্যাংক গুলো বিল গ্রহন বন্দ করায় ভোগান্তির অন্ত নেই বুধহাটা এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের। বিষয়টি আশাশুনি পল্লী বিদ্যুতের এজিএম মধুসুধন রায়ের কাছে জানতে চাইলে তিনি মোবাইলে বিকাশের মাধ্যমে বিল জমা দিতে পরামর্শ দিয়েছেন। জানগেছে, বুধহাটা বাজারে অবস্থিত সোনালী ব্যাংক দীর্ঘদিন পল্লী বিদ্যুতের বিল জমা নিলেও বর্তমানে অফিসিয়াল নিষেধাজ্ঞার কারণে বিল নেওয়া বন্ধ করে দিয়েছেন। এব্যাপারে জানতে চাইলে সোনালী ব্যাংক বুধহাটা শাখার শাখা ব্যবস্থাপক তাপস কুমার দেবনাথ বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে সোনালী ব্যাংকের প্রধান শাখায় পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিল আদায় কার্যক্রম বন্ধের একটি নোটিশ পাঠান। সে মোতাবেক আমরা বিদ্যুৎ বিল জমা নেওয়া বন্ধ করে দিয়েছি। অন্যদিকে বুধহাটা বাজারে অবস্থিত রূপালী ব্যাংক তাদের অফিসের জনবলের অভাবের কারণে ২০১৬সালের পর থেকে বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ করে দেন।
এব্যাপারে জানতে চাইলে রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, আমার যোগদানের আগে থেকেই এ শাখায় বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ আছে। তবে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে আগামী জানুয়ারী মাস থেকে বিদ্যুৎ বিল গ্রহনের আশা ব্যক্ত করেন তিনি। সরকারী দুটি ব্যাংক বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ করায় গ্রাহকরা বাধ্য হয়ে বুধহাটা বাজারে সদ্য প্রতিষ্ঠিত আল আরাফা ইসলামী ব্যাংকে বিল ব্যতিত অতিরিক্ত অর্থ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন বলে জানাগেছে। এব্যাপারে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এর কাছে অতিরিক্ত অর্থ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন পল্লী বিদ্যুৎ থেকে অনুমতি স্বাপেক্ষে বিলের অর্থ বাদে অতিরিক্ত বিল নেওয়ার অনুমতি আছে। তবে তারা অতিরিক্ত অর্থ আদায়ে কোন বৈধ্য কাগজপত্র এ প্রতিবেদককে দেখাতে পারেননি।
জানা গেছে আল আরাফা ইসলামী ব্যাংক পল্লী বিদ্যুতের বিলের অর্থ ছাড়া ৬শত টাকা পর্যন্ত বিলে অতিরিক্ত ৫টাকা, ৬শত এক টাকা থেকে ১৫শত টাকা পর্যন্ত ১০টাকা এবং ১৫শত টাকা উর্দ্ধের সকল বিলে অতিরিক্ত ১২টাকা করে নিচ্ছেন বলে জানান তারা। বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারা গ্রামের সহজ সরল ব্যক্তি আব্দুল গফুর জানান আমি লেখাপড়া জানিনা, আমি হত দরিদ্র পরিবারের লোক, আমি প্রতিমাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করতাম। কিন্তু আল আরাফা ইসলামী ব্যাংকে বিল ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়ার কারণে আমি বিল দিতে পারছিনা। বিল পরিশোধ করতে না পারায় আব্দুল গফুরের মত শত শত গ্রাহককে চরম ভোগান্তি পোাহাতে হচ্ছে।
এছাড়া কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাখার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, আমরা প্রতি মাসের ১১তারিখ থেকে ৩০ বা ৩১তারিখ পর্যন্ত বিদ্যুৎ বিল গ্রহণ করছি। এমতাবস্থায় পূর্বের ন্যায় ভোগান্তি ছাড়া সরকারী ব্যাংক গুলোতে পল্লী বিদ্যুৎ বিল গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন