রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে দরগাহপুর চ্যাম্পিয়ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) ২০১৮ এর ফাইনাল খেলায় বিজয়ী হয়ে দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় অনুষ্ঠিত খেলায় বুধহাটা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও দরগাহপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ মুখোমুখি হয়। মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে খেলা অনুষ্ঠিত হলেও দরগাহপুর দলের চমৎকার আক্রমনে আফ্রিদির দেওয়া গোলে এগিয়ে যায়।
এরপর আর কোর দল গোল করতে পারেনি।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারী নাসির উদ্দিন। সহকারী রেফারী ছিলেন বাবলুর রহমান, আসাদুল ও ইমরান।

সকাল ১০ টায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মোবাইল ফোনে বক্তব্যেও মাধ্যমে খেলার উদ্বেধান ঘোষণা করেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও ট্রফি বিতরণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, এসকে হাসান, গোলাম মোস্তফা, গোপাল কুমার মন্ডল সোহরাব হোসেন, আ্শাশুনি উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, বাবলা, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, সেক্রেটারী রবিউল ইসলাম, দক্ষিণ বাংলা অন-লাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, সাংবাদিক শেখ রুবেল হোসেন, শেখ আরাফাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মতলুবুর রহমান, সাবেক খেলয়ার শেখ শফিয়ার রহমান, শেখ আকরামুদ্দীন, শেখ আ. আহাদ অলিদ, দরগাহপুর স্পোটিং ক্লাব সভাপতি ও ইউনিয়ন আৎলীগ সেক্রেটারী শেখ শামীম এবং ইউপি সদস্যবৃন্দ।

ধারাভাষ্যে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার আ. হান্নান, শাহ আলম বাচ্চু ও আশরাফ উদ্দিন।

সবশেষে চ্যাম্পিয়ন দলের কর্মকর্তাদেও হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিজীত দলের কর্মকর্তাদেও হাতে রানার আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়া টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় দরগাহপুর দলের ফের;েমৈ, ম্যাচ সেরা একই দলের আফ্রিদি ও সর্বোচ্চ গোলদাতা বুধহাটা দলের আব্দুল্লাহকে পুরস্কৃত করা হয়।

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক কমিটি

আশাশুনি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী মোঃ উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাজিব হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে একমিটি ঘোষণা দেওয়া হয়।
ঢালী মোঃ মুরশিদ আলমকে আহবায়ক, মোঃ পারভেজ আজাদ রাজু, এম এম কবিরুজ্জামান, মোঃ মফিজুল ইসলাম ও দীপঙ্কর বিশ্বাসকে যুগ্ম-আহবায়ক এবং রইচ উদ্দীন, নূরুজ্জামান মিলন, শেখ মিজানুর রহমান, আক্তারুজ্জামান আক্তার, উজ্জল হোসেন, বাপ্পা সরদার, অহিদুল গাজী ও ইব্রাহীম হোসেনকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মিয়াদ তিন মাস। নবগঠিত কমিটি বৃহস্পতিবার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শ্রমিকলীগের আহবায়ক ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী ও বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারী আবুল কাশেমের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে।

এতিমখানা মসজিদের সেক্রেটারী ঢালী সামছুল আলম

আশাশুনি এতিমখানা সাবেক জেলখানা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢালী মোঃ সামছুল আলম। শুক্রবার মসজিদে অনুষ্ঠিত সভায় তাকে নির্বাচিত করা হয়।
মসজিদ কমিটির সাবেক সেক্রেটারী মাওঃ মমতাজ আহমেদ ইন্তেকাল করায় দীর্ঘ প্রায় দু’বছর যাবৎ পদটি শূন্যছিল। শুক্রবার জুম্মাপূর্ব আলোচনা সভায় মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্য ও মসজিদেও মুসল্লিদেও সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকলীগের আহবায়ক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ঢালী মোঃ সামছুল আলমকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়।

মতবিনিময়

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সমাজ কল্যাণ সংস্থা কর্মকর্তাদেও সাথে প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ মতবিনিময় করেছেন।
নরদান ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা) আসনে প্রার্থী হতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তার কার্যালয়ে সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দেও উপস্থিতিতে মতবিনিময় কালে সাতক্ষীরা-৩ আসনের মানুষের খোজখবর নেন। আগামীতে তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার অভিপ্রায়ের কথা বলেন এবং বিভিন্ন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন হোসেন, যুগ্ম সম্পাদক মাছুদুর রায়হান, আবু তাহের, নাজমুল ইসলাম, মাহবুব রহমান, বাসুদেবসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ