সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনিতে প্রধান শিক্ষক নিয়োগে ১২ লাখ টাকার বানিজ্য!!

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ১২ লাখ টাকার বিনিময়ে নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে দাউদ হোসেন নামে এক ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। তিনি প্রায় আড়াই বছর ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব থেকে চলতি মাসের ৫ তারিখে ক্ষমতা হস্তান্তর করে পাতানো নিয়োগ বোর্ডে তাকে নিয়োগ দেওয়া হয়। গত সোমবার ওই বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে নিয়োগ বোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য না দিয়ে কৌশলে এড়িয়ে যান।

ওই নিয়োগ বোর্ডের পাঁচ সদস্য হলেন,স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, ডিজি প্রতিনিধি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে সহকারী শিক্ষক মমতাজ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার বসাক ও পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন।

পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা হলেন, বদিউজ্জামান, দাউদ হোসেন, পরিমলকুমার দাস, শংকরকুমার গাইন, রামপ্রসাদ সানা, এ এস এম মোস্তাফিজুর রহমান, অমলকৃষ্ণ সরকার এবং দুখিরাম সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দাউদ হোসেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকাকালে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য সংবাদ পত্রে বিজ্ঞপ্তি দেন । যা ১৯ জুলাই ২০১৬ তারিখ থেকে প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা দাউদ হোসেন নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করে গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপসকুমার বসাককে দায়িত্ব দেন। দাউদ হোসেন প্রধান শিক্ষক হচ্ছেন নিশ্চিত জেনেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ১২ লাখ টাকায় নিয়োগ পাওয়ার জন্য চুক্তি করেন। চুক্তি মোতাবেক তাকেই নিয়োগ দেয় নিয়োগ বোর্ড।
এদিকে, যিনি জেলা শিক্ষা অফিসার তিনিই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে নিজেই হয়ে যান ডিজি প্রতিনিধি। তবে তিনি ডিজি প্রতিনিধি হিসেবে উপস্থিত না হয়ে তিনিও প্রতিনিধি পাঠিয়ে দেন এ নিয়োগ পরীক্ষায়।
এ বিষয়ে দাউদ হোসেনের নাম্বারে রিং করা হলে অন্য একজন রিসিভ করেন। পরে তিনি ফোন বন্ধ করে রাখেন। এরও পর ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে এড়িয়ে যান।

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ বলেন, আমি কমিটির একজন সদস্য। আমার কাছে তেমন কোনো তথ্য সরবারহ করা হয়নি। আমি এখানে এসে যা পেয়েছি তার উপর ভিত্তি করে নিয়োগ দিয়ে দিবো।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ