আরো খবর.......
আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার- ২
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথের নেতৃত্বে এসআই (নিঃ) নয়ন চৌধুরী বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিআর ২২৭/১৮ এর আসামী চেউটিয়া গ্রামের কাশেম বিশ^াসের পুত্র হাসান উল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করেন। এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে পরিজারি নং- ১৩/১৭ এর আসামী তেতুলিয়া গ্রামের আজগর গাজীর পুত্র আবুল কাশেম গাজীকে গ্রেফতার করেন।
দরগাহপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে দরগাহপুর-আনুলিয়া ড্র
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) ২০১৮ এর শুক্রবারের খেলায় দরগাহপুর ইউনিয়ন পরিষদ দল ও আনুলিয়া ইউনিয়ন পরিষদ দল ১-১ গোলে ড্র করেছে। শুক্রবার বিকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় দরগাহপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও আনুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে উভয় দল ১টি করে করলেও দ্বিতীয়ার্থে কেউ গোলের মুখ দেখতে পায়নি। খেলা পরিচালনা করেন আছাদুল হক। সহকারী রেফারী ছিলেন ইয়ামিন হোসেন ও ইমরান। মঞ্চে বসে খেলা উপভোগকারী অতিথিদের মধ্যে ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, জেলা পরিষদ সদস্য আঃ হকিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, সেক্রেটারী রবিউল ইসলাম, দক্ষিণ বাংলা অন-লাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, সাংবাদিক শেখ আরাফাত এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ধারাভাষ্যে ছিলেন জি এম সুরোত আলি বক্স ও বাচ্চু মেম্বার। আজ শনিবার বিকালে বুধহাটা ও আনুলিয়া ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হবে।
কুল্যায় সাংবাদিক জ¦লেমিনের মায়ের দোয়ানুষ্ঠান
আশাশুনি উপজেলার কুল্যায় দৈনিক কালেরচিত্র প্রতিনিধি ও বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব যুগ্ম সম্পাদক জ¦লেমিন হোসেনের মা রোকেয়া বেগমের রূহের মাগফিতার কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংবাদিক জ¦লেমিনের বাস ভবনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এস এম আমীর হামজা, সহ-সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুন, ডাঃ রফিক আহম্মেদ, আতাউর রহমান, আব্দুল্লাহসহ এলাকার বহু ব্যক্তি ও মরহুমার আত্মীয়-স্বজনবৃন্দ।
বুধহাটা বাজারে সোলার বাতি স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক
আশাশুনি উপজেলার প্রাণ কেন্দ্র বুধহাটা বাজারে বিভিন্ন পয়েন্টে সোলার বাতি স্থাপন করলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। কাবিখার অর্থায়নে ও বুধহাটা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বুধহাটা বাজারের ভ্যানষ্টান্ডে একটি, বাজারের ঠাকুরের মোড়ে একটি ও নিমতলা মোড়ে একটি সোলার বাতি স্থাপন করা হয়। উদ্বোধনকালে চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক বলেন বাজারের মধ্যে গভীর রাতে অন্ধকার থাকায় সিসি ক্যামেরায় অনেক সময় রাতে চলাচলকারী ব্যক্তিদের সনাক্ত করা সম্ভব হয় না। এমনকি কোন দোকানে চুরি সংঘটিত হলেও অন্ধকার থাকায় সিসি ক্যামেরায় চোরদের সনাক্ত করা সম্ভব হয়না। এ কারণে প্রধান ৩টি স্থানে প্রথম ধাপে ৩টি সোলার বাতি স্থাপন করা হলো। পর্যায়ক্রমে বাজারের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সোলার বাতি স্থাপন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে ইউপি সদস্য রেজওয়ান আলী, অবঃ সেনা সদস্য শেখ আছাফুর রহমান, সাংবাদিক শেখ বাদশা সহ বাজারের স্থানীয় দোকানী ও ভ্যান শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন