মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে কবরের প্রাচীর ভেঙ্গে ঘর নির্মানের চেষ্টা!!

আশাশুনির দরগাহপুর ইউনিয়নর সাবেক চেয়ারম্যন ও দরগাহপুর কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষের কবরের প্রাচীর ভেঙ্গে ঘর নির্মানের জন্য ড্রেন করার অভিযোগ পাওয়া গেছে।
দরগাহপুর কলেঃ স্কুলের সাবেক অধ্যক্ষ ও দরগাহপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এর কবর দেওয়া হয় স্থানীয় মসজিদের কাছে পারিবারিক এজমালি সম্পত্তিতে। কবরস্থানের চৌহদ্দি নির্ধারন করে পারিবারিকভাবে প্রাচীর নির্মান করা হয়েছিল। প্রাচীর ও কবরে টাইলস বসানো হয়। গত ৯ আগষ্ট পরিবারের বৃদ্ধ সদস্য আলহাজ আ. রহমানের একপত্র আবু হাসান বসতঘর নির্মানের জন্য প্রাচীর ভাঙ্গতে শুরু করেন। তখন অপরপুত্র আঃ লতিফ বাধা দেন। কিন্তু তার বাধা না শুকে প্রাচীরের একাংশ (প্রায় ৩/৪ হাতা) ভেঙ্গে ফেলেন।
এরপর কবরস্থানের অর্ধেক অংশ দখল নিয়ে ঘরের ড্রেন কাটা হচ্ছে। ফলে পরিবারের অধিকাংশ সদস্যদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কবরস্থান দখল নিয়ে ঘর নির্মানের ঘটনা এলাকাবাসীকে হতবাক করে দিয়েছে। কবরস্থানের পবিত্রতা রক্ষা ও মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রোধ করতে এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বাসের ধাক্কায় আহত-২

আশাশুনি সাতক্ষীরা সড়কের কুল্যার মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন আহত। গুরুতর আহত একজনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করে থানা হেফাজতে নিয়েছে।
সাতক্ষীরা-জ- ০৫- ০০০৬ নং মিনিবাস সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে আশাশুনি আসছিল। সকাল ৯.২০ টার দিকে কুল্যা বাস স্ট্যান্ডের কাছে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তায় দাড়িয়ে থাকা স্টার্টার ও অপর এক সাইকেল চালককে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে।
এরপর চলন্ত বাসটি ব্রেক ফেল করায় বাসটি সামনে আরও ১টি ইজি বাইক ও ২টি ভ্যানগাড়ীকে ধাক্কা দিয়ে পেট্রোল পাম্পের কাছে গিয়ে গাড়ি থামাতে সক্ষম হন। চালক রাকিবসহ হেলপার-কন্টাক্টর বাস ফেলে পালিয়ে যায়।
গুরুতর আহত স্টার্টার কুল্যা গ্রামের মৃত মোহর আলির পুত্র আবুল হোসেন আবু ও বাই সাইকেল চালক টেংরাখালী গ্রামের নিশিকান্ত সরকারের পুত্র কুৃষ্ণ সরকারকে স্থানীয় ক্লিনিকে নেয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে কৃষ্ণ সরকারকে খুলনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এসআই শাহ আ. আজিজ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানা হেফাজতে নিয়েছেন।

মানববন্ধন

আশাশুনির বড়দল ইউনিয়নের ফকরাবাদ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকালে স্কুলের সামনে আশাশুনি-বড়দল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক কর্তৃক ২১ লক্ষ টাকার আয়-ব্যয়ের হিসাব না দেওয়া, স্কুলের জমির হারির টাকা আত্মসাৎ করা, এসএমসি কমিটিকে মূল্যায়ন না হরা, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে আয়োজিত মানবন্ধনে কমিটির সদস্য, অভিভাবক, সচেতন এলাকাবাসী অংশ নেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি, অভিভাবক সদস্য মাসুদ বিশ্বাস, অভিভাবক প্রসাদ কুমার হালদার, হাফিজুল ইসলাম গাজী, অভিভাবক সদস্য রমেশ চন্দ্র সরকার, বিদ্যোৎসাগী সদস্য বিধান চন্দ্র সরকার, অভিভাক বাবুল গাজী, তরিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে আঃ রাজ্জাক গাজী, আজগর বিশ্বাস, আ. আজিজ বিশ্বাস, আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, রুহুল আমিন, স্বপন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। বক্তাগণ অবিলম্বে দর্নীতিবাজ প্রধান শিক্ষককে স্কুল থেকে অপসারণ পূর্বক স্কুলের লেখাপড়ার পরিবেশ উন্নয়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তার অযোগ্যতার কারনে স্কুলের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় লজ্জাজনক ফলাফল করেছে উল্লেখ করে তারা তাকে অবিলম্বে অপসারণ দাবী করেন।

চাউল বিতরণ

শনিবার সকালে কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ করা হয়।
আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে
কুল্যা ইউনিয়নের ৫ হাজার ২০০ অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে ৩টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না। এসময় ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, ইউপি সচিব সিরাজুর রহমান, সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ওয়ার্ড আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীন আওয়ামীলীগ নেতা জলিল উদ্দিন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, মাওঃ আব্দুল মাজেদ, দৈনিক কাফেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র বাছাড়, ডাঃ সুকুমার, শিবপদ চক্রবর্তী, বিশ^নাথ পরামান্য, তানভীর হোসেন মিঠু, বাবলু, খোকন শিকারী, ইন্দ্রজিৎ বাছাড়, সুভাস চক্রবর্তী, মমিন, খলিল প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

লায়ন্স ক্লাবের নির্বাচন

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা লায়ন্স ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ থেকে বিকাল ৩টা শেষ পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩৯০। যার মধ্যে পোল হয় ৩২২ ও ৩টি ভোট বাতিল হয়। নির্বাচনে আজমীর হোসেন নয়ন (আনারস) ২৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম (চেয়ার) ৮৭ ভোট পেয়েছেন। কামাল হোসেন (ছাতা) ১৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম (মোরগ) ১৪২ ভোট পেয়েছেন।
এছাড়া বিনা-প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি আয়ুব আলী, সাংগঠনিক গাজী আব্দুল্লাহ আল-মামুন, সহ-সাধারণ সম্পাদক মোঃ পলাশ, প্রশাসন আসাদুল ইসলাম, অর্থ মামুন হোসেন, ক্রিড়া গালিব হোসেন, দপ্তর সবুজ হোসেন, পাঠাগার মোঃ বাবু, সমাজকল্যাণ রেজাউল ইসলাম ও সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মিকাইল হোসেন নির্বাচিত হন। নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার আলহাজ খায়রুজ্জামান। সহকারি হুমায়ুন কবির ও জি এম কাউছার আলী।
নির্বাচন চলাকালে আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপিত আলমগীর আলম লিটন, এস আই নয়ন চৌধুরী, চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, ইউপি সদস্য শওকত হোসেন ও আলমগীর হোসেন আলম প্রমুখ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ