আরো খবর...
আশাশুনিতে ঈদুল আযহা উপলক্ষে সাতার প্রতিযোগীতা
ঈদুল আযহা উপলক্ষে বিশেষ আয়োজন হিসাবে আশাশুনি উপজেলার কুল্যায় আরার মক্কার পুকুরে আকর্যনীয় সাতার প্রতিযোগীতা। বৃহস্পতিবার বিকালে বিশাল সাতার প্রতিয়োগীতার আয়োজন করার হয়।
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে সাতারুরা এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ঐতিহ্যবাহি এ মক্কার পুকুরের প্রতি বছরের ন্যায় এবার্ওে সাতার প্রতিযোগীতার আয়োজন করেন আরার স্পুটিং ক্লাব। হাজার হাজার হাজার দর্শক এর মিলন মেলা হিসাবে ধরা হয় । এই প্রতিযোগীতায় থাকেন সাতার ্ও আকর্যনীয় হাসধরা। দৃষ্টিনন্দন এ হাসধরা খেলা কে সামনে রেখে দশর্কদের করতালি।। এতে ১রাউন্ড প্রতিযোগীতায় আশিকুর রহমান, কেরামত আলি,সহিদুল্যা লিটন, ২য় রাউন্ড খলিলুর রহমান,রিপন,সোহন, ৩য় রাউন্ড মিলন,লাভলু জাহিদ, প্রতিযোগীতায় ৩ জন করে ৯জন সাতারু শেষ রাউন্ডে অংশ নেই, এদের ভিতর থেকে আশিকুর রহমান ১ম স্থান ২য় স্থান রিপন, ৩য় স্থান সহিদুল্যা। প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরন করা হয়। আলহাজ্ব গ্রাম্য ডাঃ গ্ওাছুল হকের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সোহরাব হোসেন আশরাফ হোসেন টুকা, বর্তমান মেম্বার রুহল আমিন বিশিষ্ট চিংড়ী ব্যবসাই সাজ্জাদুল হক টিটুল সমাজ সেবক বসির আহম্মেদ টুকু, তানভির আহমেম্দ, হাশেম আলি সরদার. মুকুল মোড়ল, শাহিনুর হক প্রমুখ। প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরন করা হয় বিতরন করেন। প্রতিযোগীতাটি পরিচলনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের বারের যুম্ম সাধারন সম্পাদক ্এড,জিয়াউর রহমান । আয়োজনে ছিলেন অত্র এলাকার আরার স্পুটিং ক্লাব। বিজয়দের মধ্যে একটি মোবাইল নগত টাকা পানির ফিল্টার দ্ওেয়া হয়
১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট
আশাশুনির কাদাকাটিতে ১৬দলীয় মিনি ফুটবল টুনামেন্ডর সেমিফাইনাল খেলা অনুষ্টিত। দক্ষিন কালিবাড়ি সরকারি প্রাথমীক বিদ্যালয় মাঠে। শুত্রবার বিকালে ১৬দলীয় ফুটবল টুনামেন্ডর সেমি ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
এই সেমি ফাইনাল খেলায়, টেংরাখালি স্পুটিং ক্লাব বনাম কাদাকাটি স্পুটিং ক্লাব ১ম সেমি ফাইনাল অনুষ্টিত হয়। খেলাার শুরু হতে কাদাকাটি স্পুটিং ক্লাব – ১ টেংরাখালি স্পুটিং ক্লাব -১ গোল করে। নিধারিত সময় খেলা সমান থাকাই টাইপ রেখারে টেংরাখালি -২ কাদাকাটি – ১,এতে টেংরাখালি ফাইনালে উঠে। অপর দিকে কাদাকাটি হলদেপুতা মটর সাইকেল গ্যারেজ বনাম দক্ষিন কাদাকাটি ফুট বল একাদশ এর মাধ্যমে খেলা অনুষ্টিত হয়। এই খেলায় কাদাকাটি দক্ষিন পাড়া একাদশ ১ গোলে জয় লাভ করে ফাইনালে উঠে। আগামী রবিবার এই খেলার ফাইনাল খেলা অনুষ্টিত হবে। এই খেলা পরিচালনা করেন প্রসনজিৎ কুমার মন্ডল সহকারি ছিলেন, শিমুল গাইন, পবিত্র সরকার।
৩ জনক জখম
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শে^তপুর গ্রামে ঈদের পরের দিন প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে সন্ত্রাসী স্টাইলে ৩ জনকে জখম করা হয়েছে। জখমিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নজরুল ইসলাম জানান, শে^তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তারের পুত্র নজরুল ইসলাম (তিনি) ঢাকায় ব্যবসা করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছেন। একই গ্রামের আঃ গফুর সরদারের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী অমেদ আলি ও আঃ সামাদ এবং তাদের ভাই জহিরুল বিদ্যুৎ সংযোগ নেওয়া নিয়ে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ছাত্রলীগ নেতা জহিরুল চরম আপত্তিকর ও আক্রমনমূখর হয়ে উঠলে লোকজন তাদেরকে সিরাজুল দর্জির বাড়িতে সরিয়ে নেন। তখন জহিরুল, অমেদ ও সামাদ রড, পাইপ, কোপা নিয়ে সন্ত্রাসী স্টাইলে সিরাজুলের বাড়িতে ঢুকে তাদেরকে নির্মমভাবে মারপিট করেন। আক্রান্তদের (নজরুল দিং) অবস্থা বেগতিক দেখে হুমকী ধামকী দিয়ে তারা চলে যায়। স্থানীয়রা নজরুল, রবিউল ও মনিরুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ইউপি সদস্য রেজওয়ান আলি ও আহতদের পরিবারের সদস্যরা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ মাদকদ্রব্যের ব্যবসা ও মাদকের আসর বসিয়ে এলাকাকে অশান্ত ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া অমেদ ও সামাদ এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। একাধিকবার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন তাকে গ্রেফতার করলেও তাদেরকে মাদকের কারবার প্রতিহত করা যায়নি। বরং মাদকের কারবার ও মাদকের আসর বসিয়ে ব্যবসায়িক রাজত্ব কায়েম করেছেন তারা। তাদের অত্যাচার ও অনাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রীতি ফুটবল খেলা
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শে^তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আনন্দঘন পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।
অর্নিবান যুব সংসদের আয়োজনে খেলায় মেদভুড়ি ফুটবল একাদশ ও দাড়িওয়ালা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে মেদভুড়ি একাদশ ১ টি গোল করতে সক্ষম হন। দ্বিতীয় অর্ধে দাড়িওয়ালা একাদশ পর পর দু’টি গোল করে। রেফারী ছিলেন ইউনুছ আলী এবং সহযোগি রেফারী ছিলেন শফিকুল ইসলাম ও ইকবাল হোসেন।
শেকড় এর সভা
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় প্রাক্তন ছাত্রদের সংগঠন “শেকড়” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গোয়ালডাঙ্গা বাজারে শিকারী মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ওছমান গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টা ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক জি এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইনসি সিমেন্টের আরএসএম জি এম মিজানুর রহমান, বস্ত্র অধিদপ্তরের উপ-পরিচালক আঃ রহমান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান আনিছুর রহমান, রূপালী ব্যাংক এর প্রিন্সিপ্যাল অফিসার ও সংগঠনের সেক্রেটারী পবিত্র কুমার সরকার, জনতা ব্যাংকের সিনিঃ অফিসার কবির হোসেন ও কোষাধ্যক্ষ সুপদ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা শিক্ষক আবুল খায়ের ও সহ-সভাপতি আবু মুছা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন